hollywood

Lindsey Pearlman: নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরে হলি তারকা এরিনের মৃতদেহ মিলল লস অ্যাঞ্জেলসে

  • লস অ্যাঞ্জেলসে হলি তারকার মৃত্যুদেহ পাওয়া গেল।
  • ১৩ ফেব্রুয়ারি নিখোঁজ হন এরিন। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৫
এরিন পার্লম্যান

এরিন পার্লম্যান

নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ দিন পরে হলিউড তারকা এরিন পার্লম্যানের মৃতদেহ মিলল লস অ্যাঞ্জেলসে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ চালাচ্ছিল পরিবার। ‘আমেরিকান হাউসওয়াইফ’, ‘জেনারেল হস্পিটাল’ খ্যাত অভিনেত্রী এরিনের দেহ মেলে গত ১৮ ফেব্রুয়ারি।

এক সপ্তাহ আগে দুপুর বেলা লস অ্যাঞ্জেলসে শেষ বার দেখা গিয়েছিল এরিনকে। কিন্তু নিখোঁজ হওয়ার এবং মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। তদন্ত করছে লস অ্যাঞ্জেলস পুলিশ।

Advertisement

ইতিমধ্যে এরিনের স্বামী ভান্স স্মিথ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘লিন্ডসেকে খুঁজে পাওয়া গিয়েছে। ও আর নেই। আমি ভেঙে পড়েছি মানসিক ভাবে। আগামী দিনে আরও যা তথ্য পাওয়া যাবে, সবাইকে জানাব। আমাদের পরিবারের এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

লিন্ডসে নিখোঁজ হওয়ার পরে তাঁর তুতো বোন টুইট করে লিখেছিলেন, ‘আমার তুতো বোন এরিন পার্লম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের সাহায্য দরকার। আমার কাকা পুরস্কার ঘোষণা করেছেন।’

Advertisement
আরও পড়ুন