কেমোথেরাপির পর কী লিখলেন হিনা? ছবি: সংগৃহীত।
ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। মারণরোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে একের পরে এক কেমো নেওয়া— সমস্ত ঘটনাই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ক্যামেরার সামনে বসেই মাথা কামিয়েছিলেন তিনি। সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। এত কষ্ট যন্ত্রণার মধ্যে কাজ থামাননি হিনা। সম্প্রতি ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। যদিও আজকাল চলাফেরা করতে অসুবিধা হয়। চোখের পাতার রোম খসে গিয়েছে। কিন্তু দর্শকের সামনে পুরনো হিনা হয়েই ধরা দিয়েছেন। যদিও চিকিৎসা চলছে তাঁর। নতুন ছবিতে লিখলেন আশার কথা।
হাসপাতালের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এক হাতে ক্যাথিটার, অন্য হাতে লাল তরলের ব্যাগ। তাতেই লাগানো নল। মাথা ঢাকা টুপি দিয়ে। হিনা লেখেন, ‘‘আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে। প্রার্থনা করবেন।’’ অভিনেত্রীর এই পোস্টে তাঁকে সাহস জুগিয়েছেন অঙ্কিতা লোখান্ডে, সুনীল গ্রোভার, আরতি সিংহের মতো তারকারা।
কয়েক মাস আগে সমাজমাধ্যমে হিনা নিজেই ঘোষণা করেছিলেন, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা। জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তাঁরাই সাহস জুগিয়েছেন বলে জানান অভিনেত্রী।