Vicky Kaushal

Vikcy-Katrina: ক্যাটরিনার সঙ্গে ভিকির বিয়ে, মুখ খুললেন প্রাক্তন প্রেমিকা হারলিন

অতীত ভুলে এগিয়ে গিয়েছেন হারলিন। আপাতত কাজ নিয়ে ব্যস্ত। এমনই বলছেন তাঁর ঘনিষ্ঠরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২০:১৭
ভিকি-ক্যাটরিনার বিয়ের কথা জানেন হারলিন।

ভিকি-ক্যাটরিনার বিয়ের কথা জানেন হারলিন।

ভেঙে গিয়েছে সম্পর্ক। ফুরিয়েছে কথা। মুখ দেখাদেখিও বন্ধ। ভিকি কৌশলের বিয়ের খবর অবশ্য ঠিক পৌঁছে গিয়েছে অভিনেতার প্রাক্তন প্রেমিকা হারলিন শেথির কাছে।

অতীত ভুলে এগিয়ে গিয়েছেন হারলিন। আপাতত কাজ নিয়ে ব্যস্ত। এমনই বলছেন তাঁর ঘনিষ্ঠরা। অভিনেত্রীর এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, “বন্ধুবান্ধবরা ভিকির সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে আলোচনা করে। ওদের বিয়ে নিয়েও কথা হচ্ছে। কিন্তু এই নিয়ে বেশি চর্চা করতে চায় না হারলিন। সোজাসুজিই বলে, ‘আমাকে ওই দিকে ঠেলে দিও না’।”

Advertisement

বলিপাড়ায় শোনা যাচ্ছে, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এই তারকা জুটি। গুঞ্জন, ভিকি-হারলিনের প্রেম নাকি ক্যাটরিনার জন্যই ভেঙেছিল। অনেকে যদিও বলেন ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর সাফল্যই নাকি বদলে দিয়েছিল ভিকিকে। ভাঙন কেন, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে অজস্র। তবে ভিকি-হারলিনের পথ আলাদা হওয়ার কারণ আজও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement