Natasha Stankovic

অতীত ভুলে এগিয়েছেন হার্দিক! কিন্তু নাতাশার ‘প্রেমিক’-এর কোলে অগস্ত্য বসতেই ফের সমস্যা

নাতাশা যখন মার্জার সরণিতে হাঁটছেন, দর্শকাসনের প্রথম সারিতে তখন বসে খুদে অগস্ত্য। নাতাশার বন্ধু তথা শরীরচর্চার প্রশিক্ষক অ্যালেকজ়ান্ডার অ্যালেক্সের কোলে বসেছিল অগস্ত্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৩:০৬
Hardik Pandya’s ex-wife Natasha Stankovic trolled for bringing her son to fashion show

আলেকজ়ান্ডারকে নিয়ে ফের কটাক্ষের শিকার হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা। ছবি: সংগৃহীত।

অতীত ভুলে ভাল থাকার চেষ্টা করছেন নাতাশা স্তানকোভিচ। পুত্র অগস্ত্য আর কাজ নিয়ে সময় কাটছে তাঁর। কিন্তু এর মধ্যেও ফের কটাক্ষের শিকার হতে হল হার্দিক পাণ্ড্যের প্রাক্তন স্ত্রীকে। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে যোগ দিয়েছিলেন নাতাশা। মুম্বইয়ের সেই ফ্যাশন শোয়ের মার্জার সরণিতে নাতাশাকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। তবে নিন্দকেরও অভাব নেই।

Advertisement

নাতাশা যখন মার্জার সরণিতে হাঁটছেন, দর্শকাসনের প্রথম সারিতে তখন বসে খুদে অগস্ত্য। নাতাশার বন্ধু তথা শরীরচর্চার প্রশিক্ষক অ্যালেকজ়ান্ডার অ্যালেক্সের কোলে বসেছিল অগস্ত্য। এই দেখেই আপত্তি নিন্দকদের। তাঁদের দাবি, এইটুকু বাচ্চাকে ফ্যাশন শো দেখতে নিয়ে আসা মোটেই উচিত হয়নি। তবে নিন্দকদের আপত্তির তালিকা আরও বড়। হার্দিক পাণ্ড্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নাতাশার সঙ্গে প্রায় সর্বত্রই দেখা যায় অ্যালেকজ়ান্ডারকে। তিনি মূলত দিশা পটানির প্রেমিক হিসেবেই পরিচিতি ছিলেন। তবে বি-টাউনে নাতাশার সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন রয়েছে। আবার অনেকে বলেন, অ্যালেকজ়ান্ডার মোটেই নাতাশার প্রেমিক নন। তিনি আসলে সার্বিয়ান মডেলের দূর সম্পর্কের ভাই। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্ব রয়েছে।

এই দিন অ্যালেকজ়ান্ডারের কোলে বসেছিল ছোট্ট অগস্ত্য। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, অগস্ত্যের মাথায় চুম্বন করছেন অ্যালেকজ়ান্ডার। এই দেখে চটেছেন নিন্দকেরা। এক নিন্দকের বক্তব্য, “প্রথমত, ফ্যাশন শোয়ে বাচ্চাকে নিয়ে আসার কী ছিল? দ্বিতীয়ত, প্রেমিকের কোলে অগস্ত্যকে বসিয়েছেন কেন? ছেলেটা তো হার্দিকের।”

গত বছর বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ। সমাজমাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি। বিচ্ছেদের কারণ নিয়ে নেটাগরিকেরা কৌতূহল প্রকাশ করেছিলেন। হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না। বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন নাতাশা। এমনকি, হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি বার বার। ক্রিকেট তারকার পছন্দ-অপছন্দের সঙ্গে মানিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর পেরে ওঠেননি। শোনা গিয়েছে, নতুন প্রেমে পড়েছেন হার্দিকও। তবে তাঁকে এই নিয়ে কোনও কটাক্ষের শিকার হতে হয়নি।

Advertisement
আরও পড়ুন