Devi Chowdhurani

বিশ বাঁও জলে ‘দেবী চৌধুরানী’র মুক্তি! নেপথ্যে রয়েছে কী কারণ?

মে মাসের প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি ‘দেবী চৌধুরানী’। কেন পিছিয়ে গেল ছবির মুক্তি?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:১০
কেন পিছিয়ে গেল ছবির মুক্তি?

কেন পিছিয়ে গেল ছবির মুক্তি? ছবি: সংগৃহীত।

টাকাপয়সা নিয়ে দ্বন্দ্ব, তাই নাকি পিছিয়ে গিয়েছে ‘দেবী চৌধুরানী’র মুক্তি। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমন অনেক কথাই ভেসে আসছে। প্রথমে ছবির মুক্তির দিন স্থির হয়েছিল ১ মে। কিন্তু তার পর সব চুপচাপ। যদিও পাঁচ দিন আগে ফেসবুক লাইভে এসে সব ধোঁয়াশাই কাটানোর চেষ্টা করেছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং তাঁর গোটা টিম। কিন্তু তাতেও যে খুব একটা লাভ হয়েছে তেমনটা একেবারেই নয়। উল্টে আলোচনা যেন আরও জোরালো হয়েছে।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের একাংশের দাবি, প্রযোজক নাকি প্রাপ্য পারিশ্রমিক মেটাননি, তাই ক্ষুব্ধ অনেকেই। সত্যিই কি তাই? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হয়েছিল পরিচালককে। এই আলোচনা শুনেই ফুঁসে উঠলেন শুভ্রজিৎ। ফোনে কথা বলতে বলতেই জানালেন, আমেরিকা থেকে শুক্রবারই কলকাতায় আসছেন ছবির প্রযোজক। তাই এমন আলোচনা কেন হচ্ছে তিনি বুঝতে পারছেন না।

শুভ্রজিৎ বলেন, “আসলে বাঙালি কাঁকড়ার জাত। কারও উন্নতি সহ্য করতে পারে না। তাই এই সব আলোচনা করছে। আমাদের লাইভটা যদি কেউ দেখে থাকে তা হলেই বুঝতে পারবে এই সব কিছুই গুজব। ছবির প্রযোজক কলকাতায় আসছেন আমেরিকা থেকে। খুব শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এটা একটা অন্য মাপের ছবি। তার প্রচারও যথাযথ হওয়ার দরকার। তাই জন্যই সঠিক ভাবে পরিকল্পনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং আমাদের ছবি নিয়ে গুজব ছড়ানো বন্ধ হোক।” এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সম্পূর্ণ অন্য ভাবে দেখবেন দর্শক। সেই সঙ্গে উপরি পাওনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisement
আরও পড়ুন