farhan akhtar

Shibani Dandekar: বিয়ের দু’দিন পরেই ‘মিসেস আখতার’, সপ্তাহ পেরোতেই ‘শ্রীমতি’ সরালেন ফারহান-পত্নী শিবানী!

  • বিয়ের দু’দিন পরেই ইনস্টাগ্রামে নিজেকে ‘মিসেস আখতার’ বলে পরিচয় দিয়েছেন শিবানী।
  • এক সপ্তাহ পেরোতেই তা সরিয়ে দিলেন ফারহানের স্ত্রী। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৫:০৮
নবদম্পতি ফারহান-শিবানী

নবদম্পতি ফারহান-শিবানী

তাঁদের বিয়ে নিয়ে সপ্তাহভর মাতামাতি ছিল টিনসেল নগরী। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠান, বিয়ে, এক তিন-চারব্যাপী উৎসব যেন। ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকরের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নানা বিতর্ক শুরু হয়েছে। কখনও ফারহানের প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীর নাম উঠে এসেছে। কখনও আবার শিবানী অন্তঃসত্ত্বা বলে দাবি করেন অনেকে। সম্প্রতি সে জল্পনায় নিজেই ইতি টেনেছেন গায়িকা।

কিন্তু রেহাই নেই মানুষের চোখ থেকে। শিবানীকে নিয়ে প্রশ্ন উঠেছে আবারও।

বিয়ের দু’দিন পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম বদলে ‘শিবানী ডান্ডেকর-আখতার’ করেছিলেন তিনি। পরিচয়ের স্থানে লিখেছিলেন, ‘মিসেস আখতার’। সপ্তাহ পেরোতেই সরিয়ে দিলেন ‘শ্রীমতি’ তকমা। ফিরে গেলে আগের অবস্থায়। যেখানে লেখা ছিল, ‘খ্যাতনামী ব্যক্তিত্ব, প্রযোজক, সঞ্চালক, অভিনেত্রী, গায়িকা’।

Advertisement
শিবানীর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম

শিবানীর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম

নিজের নামের পাশে স্বামীর পদবী যোগ করার পরে অনুরাগী মহলে প্রশ্ন উঠেছিল, ‘দ্রুত পদবীতে স্বামী নাম যোগ কি ফারহানের জন্য? নাকি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন শিবানী? এ বারে নতুন প্রশ্ন, ‘মিসেস আখতার’ সরিয়ে নেওয়ার কারণ কী?

Advertisement
আরও পড়ুন