শাহরুখ, সলমন ও তব্বু দিনে ক’বার নমাজ পড়েন? ছবি: সংগৃহীত।
দিনে পাঁচ বার নমাজ পড়েন না ফারহা খান। কিন্তু নিজেকে ‘ভাল মুসলিম’ বলে দাবি করেন বলিউডের নৃত্য পরিচালক। নিজেকে ভাল মানুষ বলেও মনে করেন তিনি। সমাজমাধ্যমের কথোপকথনে ফারহা জানিয়েছিলেন, নিয়মিত তিনি দান করেন এবং রমজানের সময়ে রোজা রাখেন। ফারহাকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডের আর কোন তারকা নিয়মিত নমাজ পড়েন।
কথোপকথন চলাকালীন এক অনুরাগী ফারহার কাছে জানতে চান, “আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? অথবা রোজ নমাজ পড়েন বা রমজানে উপবাস করেন? আমি নিশ্চিত, আপনি লাকি আলির মতো ধার্মিক তো নন! তিনি রোজ পাঁচ বার নমাজ পড়েন।” উত্তরে ফারহা বলেছিলেন, “আমি রোজ নমাজ পড়ি না। তবে রোজা রাখি রমজানের সময়ে। আমার উপার্জনের পাঁচ শতাংশ আমি দান করে দিই। তা ছা়ড়া মানুষের সঙ্গে ভাল ব্যবহার করি, পরিশ্রম করি। আমার মনে হয়, এই গুণগুলো দিনে পাঁচ বার নমাজ পড়ার থেকে অনেক ভাল।”
শাহরুখ খান, সলমন খান, তব্বুরা কতটা ধার্মিক? এই প্রশ্নের উত্তরে ফারহা বলেছিলেন, “শাহরুখ মানুষ হিসেবে খুবই ভাল। প্রায়শই দান করেন। চলচ্চিত্র জগতের ভিতরে ও বাইরের বহু মানুষকে সাহায্য করেন। তব্বু আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তাই জানি, ও নিয়মিত নমাজ পড়ে। তবে নমাজ না পড়লেও, ও খুবই ভাল মানুষ।”
ভাইজান প্রসঙ্গে ফারহা বলেন, “আমি ওর বিষয়ে সেই ভাবে জানি না। তবে যে কোনও মানুষ প্রয়োজনে ওকে পাশে পায়। ধর্মের চেয়েও সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।”