Salman Khan's Sikandar

রশ্মিকাকে দেখেই সলমনের চোখে জল! দৃশ্য দেখেই কেন অনুরাগীদের মনে পড়ছে ঐশ্বর্যার কথা?

সাদা সালোয়ার-কামিজ়ের ওপর সাদা ওড়না। কপালে ছোট্ট টিপ। খোলা চুল। এই ভাবেই দোলের রং খেলার দৃশ্যে দেখা গিয়েছে রশ্মিকাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৩৭
Fans claim that Salman Khan and Rashmika’s new song has a connection with aishwarya Rai Bachchan

সলমন-রশ্মিকার রসায়নে ঐশ্বর্যার যোগ? ছবি: সংগৃহীত।

‘সিকন্দর’ নিয়ে পারদ চড়েছে ক্রমশ। ইতিমধ্যেই সাড়া ফেলেছে ছবির ঝলক ও গান। চর্চা শুরু হয়েছে সলমন খান ও রশ্মিকা মন্দানার রসায়ন নিয়েও। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির আরও একটি গান ‘বম বম ভোলে’। এই গানের দৃশ্যে একেবারে নতুন রূপে দেখা গিয়েছে রশ্মিকাকে।

Advertisement

সাদা সালোয়ার-কামিজ়ের সঙ্গে সাদা ওড়না। কপালে ছোট্ট টিপ। খোলা চুল। এই ভাবেই দোলের রং খেলার দৃশ্যে দেখা গিয়েছে রশ্মিকাকে। অন্য দিকে সলমনের পরনে লাল রঙের শার্ট ও ডেনিম প্যান্ট। এই দৃশ্য দেখে নাকি অনেকেরই মনে পড়ে গিয়েছে ঐশ্বর্যা রাইয়ের কথা।

ছবিতে নাকি রশ্মিকার চরিত্র তেমন গুরুত্বপূর্ণ নয়। সলমনের চরিত্রকে কেন্দ্র করেই এই ছবি তৈরি। ‘বম বম ভোলে’ গানের দৃশ্য দেখে সলমনের অনুরাগীদের ধারণা, এই ছবিতে সলমনের মৃত প্রেমিকার চরিত্রে দেখা যাবে তাঁকে। অথবা ছবির মাঝপথেই মৃত্যু হবে তাঁর চরিত্রের। তাই সাদা পোশাকে হঠাৎ আবির্ভাব হয় রশ্মিকার। সলমনের চোখ জলে ভরে ওঠে। ‘মহব্বতেঁ’ ছবিতে শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। সেখানেও দোলের গানের দৃশ্যে হঠাৎ আবির্ভাব হয়েছিল তাঁর। শাহরুখের কল্পনাতেই তাঁকে দেখা যেত। সেই মিলই খুঁজে পেয়েছেন অনুরাগীরা।

এক অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, “সাদা পোশাকে নায়িকা আসছেন এবং নায়ককে ছুঁয়ে যাচ্ছেন। অবশ্যই মৃত প্রেমিকার চরিত্রেই অভিনয় করেছেন রশ্মিকা। ঠিক ঐশ্বর্যা যেমন ‘মহব্বতেঁ’ ছবিতে ছিলেন।” ছবির প্রচার জোরকদমে করছেন সলমন ও রশ্মিকা। আগামী ইদে বহুপ্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন