Ankush Hazra

Kiran Dutta: অঙ্কুশের সঙ্গে ভবিষ্যতে অভিনয় করবেন? মুখ খুললেন ‘বং গাই’ কিরণ

রাধা গানের জন্য দিতিপ্রিয়াকে ‘রোস্ট’ থেকে অঙ্কুশের সঙ্গে অভিনয়। জন্মদিনে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি ‘বং গাই’ কিরণ দত্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ২২:১৩
আড্ডায় ‘বং গাই’ কিরণ

আড্ডায় ‘বং গাই’ কিরণ

‘বংগাই’ নামেই তাঁকে চেনেন দর্শক। ১৫ জুলাই জন্মদিন কিরণ দত্তর। এ বছরের জন্মদিনটা অবশ্য অন্যরকম । অভিনেতা কিরণের হাতেখড়ি হতে চলেছে। জন্মদিনে আনন্দবাজারের সঙ্গে আড্ডায় ‘বং গাই’ কিরণ।

প্রশ্ন: ক’টা বসন্ত পার হল?

Advertisement

বং গাই: পাভেলদা আমাকে শিখিয়েছেন ২৫ বছরের পর থেকে উল্টো গুনতে হয়। সেই অর্থে বয়স ২৩।

প্রশ্ন: সত্যিই ২৩ ধরা হবে?

বং গাই: না-না । আমার এই ২৭ হল।

প্রশ্ন: এ বছরের জন্মদিনে বিশেষ কী পরিকল্পনা?

বং গাই: সাধারণত জন্মদিনে বাড়িতে থাকতেই ভালবাসি। তবে এই বছর খুবই বিশেষ। আমিই প্রথম ‘কলকাতা চলন্তিকা’র ঝলক দেখলাম। মাদার টেরিজার জন্মদিনের দিন যা প্রকাশ্যে আসবে।

প্রশ্ন: দিতিপ্রিয়াকে নিয়ে আগে এত মজা করেছেন। কাজ করতে ভয় লাগেনি?

বং গাই: প্রথম দিন বেশ ভয় ভয়ই করছিল। ওঁর গান নিয়ে আমি যা মজা করেছি! কিন্তু দিতিপ্রিয়া পেশাদার। কোনও অসুবিধা হয়নি।

প্রশ্ন: বিভিন্ন বাংলা ছবির দৃশ্য তুলে সেগুলো নিয়ে মজা করেন। ‘কলকাতা চলন্তিকা’ নিয়ে করবেন না?

বং গাই: আমার মনে হয় সেই প্রয়োজন পড়বে না। দর্শকের ভাল লাগবে। তবে তেমন পরিস্থিতি তৈরি হলে নিজের অভিনীত ছবি নিয়েও মজাদার ভিডিয়ো তৈরি করতে পারি।

প্রশ্ন: ইউটিউবার ‘বং গাই’ এখন অভিনেতা। একসময় নায়ক অঙ্কুশেকে নিয়ে মজা করার জন্য জড়িয়ে ছিলেন বিতর্কে। মজা করে ছিলেন তাঁকে নিয়ে। পরবর্তীকালে সুযোগ এলে অঙ্কুশের সঙ্গে অভিনয় করবেন?

বং গাই: (অনেক ক্ষণ ভেবে) শুধু আমি রাজি হলেই তো হল না। অঙ্কুশদাও রাজি হবে কি না সেটাও তো দেখতে হবে। আমার ব্যক্তিগত কোনও সমস্যা নেই অঙ্কুশদার সঙ্গে । আমরা সবাই পেশাদার। অঙ্কুশদা রাজি হলে আমার না করার কোনও কারণ নেই।

প্রশ্ন: জন্মদিনে বান্ধবী কী উপহার দিল?

বং গাই: ওঁর আর আমার একই দিনে জন্মদিন। তাই বুঝতে পারি না কে কাকে কী উপহার দেব।

প্রশ্ন: সবাই বলে ‘বং গাই’-এর খুব অহংকার। ফোন তোলে না...

বং গাই: না এটা খুবই ভুল ধারণা। আমার মা, বাবারও একই অভিযোগ। আসলে ফোনটা এক জায়গায় থাকে, আর আমি অন্য জায়গায়। বলতে পারেন আমি হয় তো ফোনে কথা বলতে খুব ভালবাসি না।

প্রশ্ন: তাহলে এখন কি ছবিতেই মন দেবেন?

বং গাই: না, আমার দর্শকরা বেশ অভিযোগ জানাচ্ছে, কবে আবার ভিডিয়ো দেখতে পাবে। আসলে গত বছরটা ছবি আর সিরিজের শ্যুটিংয়েই কেটে গিয়েছে। এবার নিজের ভিডিয়ো তৈরির দিকে একটু মন দিতে চাই।

Advertisement
আরও পড়ুন