Kriti Sanon

কোন হিট ছবি হাতছাড়া হয়েছিল আলিয়ার জন্য, কর্ণ জোহরের শো-এ এসে রহস্য ফাঁস করলেন কৃতী

বলিউডে নিজের জায়গা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। শুরুর দিনগুলির কথা ফাঁস করলেন কৃতী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১১:৫৫
শুরুর দিনগুলি কেমন ছিল? সেই রহস্যই ফাঁস করলেন কৃতী।

শুরুর দিনগুলি কেমন ছিল? সেই রহস্যই ফাঁস করলেন কৃতী।

কৃতী শ্যানন বলিপাড়ার সুন্দরীদের মধ্যে অন্যতম। পরিবারের কেউ-ই এই পেশার সঙ্গে যুক্ত নয়। ফলে প্রথম সুযোগ পেতে বেশ পরিশ্রম করতে হয় নায়িকাকে। টাইগার শ্রফের সঙ্গে জুটি, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম— এমন বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে অভিনেত্রীর নাম। শুরুর দিনগুলি কেমন ছিল? সেই রহস্যই ফাঁস করলেন কৃতী।

কর্ণ জোহরের শো-তে এসে অনেক না বলা কথাই বলে ফেলেন বলিউড তারকারা। তেমনই কর্ণের এই সপ্তাহের অতিথি কৃতী শ্যানন এবং টাইগার শ্রফ। সোফায় বসে পুরনো দিনে ফিরে গেলেন নায়িকা। তিনি কর্ণকে বলেন,“আমি তোমার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু পাশ করিনি। তুমি আলিয়া ভট্টকে নিয়েছিলে ছবিতে।”

Advertisement

এ কথা শুনে কিছুটা লজ্জায়ই পড়ে যান পরিচালক কর্ণ জোহর। যদিও এই মুহূর্তে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কৃতী শ্যানন। একগুচ্ছ ছবি নায়িকার ঝুলিতে। ২০২২-এ মুক্তি পাবে তাঁর দুটি ছবি ‘ভেড়িয়া’ এবং ‘শাহজাদা’।

Advertisement
আরও পড়ুন