Ditipriya ray

Bob Biswas: ‘বব বিশ্বাস’ ছবির সঙ্গে আমিও যুক্ত, মনের কথা চাইলেও প্রকাশ্যে আনতে পারব না: দিতিপ্রিয়া

বড় পর্দা নয়, দিতিপ্রিয়ার প্রথম হিন্দি ছবি ‘বব বিশ্বাস’ আসছে ওটিটি-তে! খুশি ‘রানিমা’?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৬:৫৮
দিতিপ্রিয়া রায়। 

দিতিপ্রিয়া রায়। 

মঙ্গলবার রেড চিলিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা, বড় পর্দায় নয় জি৫ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘বব বিশ্বাস’। সুজয় ঘোষের ‘কহানি’ যাঁরা দেখেছেন তাঁরা ভক্ত এই চরিত্রের। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় গুণে চরিত্রটি বিখ্যাত। এ বার তাঁকে ঘিরে কাহিনি। বব বিশ্বাসের ভূমিকায় অভিষেক বচ্চন। এই ছবি দিয়েই বলিউডে পা রেখেছেন দিতিপ্রিয়া রায়।

প্রথম ছবি হিন্দি। বড় পর্দার বদলে মুক্তি পাচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে। আদৌ খুশি ছোট পর্দার ‘রানিমা’?

Advertisement

আনন্দবাজার অনলাইনের প্রশ্নের উত্তরে অভিনেত্রীর সাফ জবাব, একটু দুঃখ হয়েইছে তাঁর। বড় পর্দা আর ওটিটির মধ্যে এখনও ফারাক রয়েই গিয়েছে। তবে অতিমারির ধাক্কা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। আপাতত এতেই খুশি তিনি। ছবিতে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। পর্দায় অভিষেকের মেয়ের বন্ধু তিনি। কেমন দেখলেন ‘ছোটা বি’-কে? রানিমার কথায়, ‘‘পর্দা ভাগ করিনি। সেটে অভিষেক বচ্চনকে ‘বব বিশ্বাস’ হিসেবেই দেখেছি। অভিষেকজি, সুজয় স্যর এবং ছবির দল ভীষণ মাটির কাছাকাছি। ওঁরা কেউ বুঝতে দেননি যে বলিউড থেকে এসেছেন। আমারও কাজ করতে অসুবিধে হয়নি।’’

‘বব বিশ্বাস’-কে নিয়ে বাঙালি উন্মাদনার আরও কারণ আছে। ছবির সিংহভাগ শ্যুট হয়েছে কলকাতায়। প্রযোজনা সংস্থা রেড চিলিসের কর্ণধার শাহরুখ খান এই মুহূর্তে পারিবারিক কারণে বিপর্যস্ত হলেও তিনি ‘বাংলার মুখ’। আফশোসও আছে, যদি শাশ্বত নামভূমিকায় অভিনয় করতেন! বাঙালি হিসেবে এই আফশোস কি দিতিপ্রিয়ারও? প্রথমে হাসি। তার পরেই সংযত উত্তর, ‘‘ভীষণ বিতর্কিত প্রশ্ন। ছবির সঙ্গে আমিও যুক্ত। তাই মনের কথা চাইলেও প্রকাশ্যে আনতে পারব না।’’

ঈষৎ বিরতি দিয়েই আলতো ভাবে উত্তর ছুঁড়ে দিলেন, দিতিপ্রিয়ার ভাবনা তার মধ্যেই থাক না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement