New Film

বড় পর্দায় নায়ক নেটপাড়ার ‘সিনেবাপ’! ‘খাঁচা’য় বিশেষ চরিত্রে মীর-রজতাভ-কাঞ্চনা

ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর আফসার আলি, কাঞ্চনা, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ে রোমহর্ষক অভিজ্ঞতাও হয়েছিল অভিনেতাদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৫:৫৯
(বাঁ দিক থেকে) মৃন্ময়, কাঞ্চনা মৈত্র, রজতাভ দত্ত।

(বাঁ দিক থেকে) মৃন্ময়, কাঞ্চনা মৈত্র, রজতাভ দত্ত। ছবি: সংগৃহীত।

নেটদুনিয়া থেকে অভিনয় জগতে পা রেখেছেন ‘ফুড ভ্লগার’ রাজুদা। এ বার অভিনয় দুনিয়ায় সফর শুরু করছেন মৃন্ময়। নেটপাড়ায় তিনি ‘সিনেবাপ’ নামে পরিচিত। অনির্বাণ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘খাঁচা’-তে তিনি নায়কের ভূমিকায়।

Advertisement

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প নিয়ে গত বছর অনির্বাণ তৈরি করেছিলেন ‘ও অভাগী’। নতুন বছরে নতুন ছবি নিয়ে হাজির তিনি। ছবির নাম ‘খাঁচা’। নারী পাচার চক্রের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। পরিচালক বলেছেন, “অভিনেতাদের সঙ্গে কাজ করে সত্যিই আনন্দ পেয়েছি। কাঠফাটা গরমে আমরা বাঁকুড়া ও পুরুলিয়ায় শুটিং করেছি। আবার কনকনে শীতে দার্জিলিংয়ে শুটিং করেছি। কিন্তু কেউ কোনও অভিযোগ করেননি। সকলে পরিবারের মতো ছিলেন।”

ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর আফসার আলি, কাঞ্চনা মৈত্র, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, প্রতুষা পাল। শুটিংয়ে রোমহর্ষক অভিজ্ঞতাও হয়েছিল কলাকুশলীদের। পরিচালকের কথায়, “একটি বিশেষ রাত আমার স্পষ্ট মনে পড়ে। আমরা কালিম্পংয়ের এক প্রত্যন্ত এলাকায় শুটিং করছিলাম। হঠাৎ স্থানীয় ম্যানেজার আমার কাছে এসে একটি ভিডিয়ো দেখালেন। কয়েক ঘণ্টা আগে ঠিক সেই জায়গায় একটি চিতা দেখা গিয়েছিল, যেখানে আমি বসেছিলাম এবং কাকতালীয় ভাবে ঠিক সেই সময় কোনও এক কারণে সমস্ত আলো বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ অন্ধকারে পাহাড়ি জঙ্গলের মধ্যে একমাত্র দৃশ্যমান সেই চিতার চাহনি। তখনই বুঝতে পারি, আমি তার এলাকায় অনাহূত অতিথি, সে নয়।”

মৃন্ময় এই ছবির সহ-প্রযোজকও। এত দিন নেটপ্রভাবীর পেশায় থাকলেও তাঁর মূল লক্ষ্য নায়ক হওয়া। তিনি বলেছেন, “নায়ক হওয়ার ইচ্ছা আমার বহু বছরের। এক দশকের উপরে অভিজ্ঞতা নেটমাধ্যমে। তারও আগে থেকে আমার স্বপ্ন নায়ক হওয়ার। সেই স্বপ্ন পূরণ হচ্ছে।” স্বভূমি এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিতে সঙ্গীত পরিচালকের কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। গান গেয়েছেন সিধু ও দুর্নিবার সাহা।

Advertisement
আরও পড়ুন