Ananya Pandey-Walker Blanco

অম্বানীদের কর্মচারী, অনন্যার জন্মদিনে কী লিখে প্রেমে সিলমোহর দিলেন ওয়াকার ব্ল্যাঙ্কো?

মঙ্গলবার মধ্যরাত থেকেই একের পর এক শুভেচ্ছাবার্তা পাচ্ছেন অনন্যা পাণ্ডে। তবে, ওয়াকারের তরফ থেকে এল ভালবাসায় মোড়া বার্তা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৬:২০
(বাঁ দিকে) অনন্যা পাণ্ডে (ডান দিকে) ওয়াকার ব্ল্যাঙ্কো।

(বাঁ দিকে) অনন্যা পাণ্ডে (ডান দিকে) ওয়াকার ব্ল্যাঙ্কো। ছবি: সংগৃহীত।

অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠানেই নাকি প্রথম দেখা। তার পর ক্রুজ পার্টিতে দু’জনে মন খুলে নাচেন। ব্যস সেখান থেকেই নাকি প্রেমের শুরু। অভিনেতা আদিত্য রায় কপূরের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলে নতুন সম্পর্কে পা দিয়েছেন অনন্যা পাণ্ডে। যদিও নিজের মুখে সে কথা স্বীকার করেননি অভিনেত্রী। উল্টোদিকে অভিনেত্রীর চর্চিত প্রেমিক নিজের আবেগ যেন ধরে রাখতে পারছেন না। বিভিন্ন সময় ইনস্টাগ্রামে অনন্যার হয়ে ভাল ভাল কথা লিখেছেন। এ বার অনন্যার ২৬ তম জন্মদিনে প্রেমের কথা স্বীকারও করে ফেললেন প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো!

Advertisement

মঙ্গলবার মধ্যরাত থেকেই একের পর এক শুভেচ্ছাবার্তা পাচ্ছেন অনন্যা। তবে ওয়াকারের তরফ থেকে এল ভালবাসায় মোড়া বার্তা। অনন্যার ছবি দিয়ে তিনি লেখেন, “শুভ জন্মদিন সুন্দরী! তুমি বড্ড স্পেশ্যাল! আই লাভ ইউ অ্যানি।”

পেশা ও ব্যক্তিগত জীবনের কারণে বার বার চর্চায় চাঙ্কি-কন্যা। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “ক্রুজ় পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওঁদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।” যদিও অনন্তের বিয়েতে অনন্যা ও হার্দিককে নিয়েও গুঞ্জন শুরু হয়। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে ওয়াকারকেই নাকি নিজের সঙ্গীর তকমা দিয়েছিলেন অনন্যা পাণ্ডে। এমনকি, দু’জনের ঘনিষ্ঠতায় নাকি কোনও রাখঢাকও ছিল না। প্রেমের গানের তালে নাচছিলেন দু’জন। তবে ওয়াকারের এই প্রেম নিবেদনে অনন্যা সাড়া দেন কি না সেটা সময় বলবে।

আরও পড়ুন
Advertisement