Shah Rukh Khan- David Beckham

সোনমের বাড়িতে প্রথমে গেলেও শাহরুখে মুগ্ধ বেকহ্যাম! ইংল্যান্ডে ফিরেই কী লিখলেন?

প্রথম বার ভারত সফরে এসে মুম্বইয়ে সোনম কপূরের বাড়িতে গিয়েছিলেন। তবু যেন শাহরুখেই মুগ্ধতা প্রকাশ করলেন বেকহ্যাম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১০:৪১
(বাঁ দিকে) শাহরুখ খান (ডান দিকে) ডেভিড বেকহ্যাম।

(বাঁ দিকে) শাহরুখ খান (ডান দিকে) ডেভিড বেকহ্যাম। ছবি: সংগৃহীত।

ভারত সফরের শেষ রাতে মন্নতে যান ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। যদিও তাঁর আগে অভিনেত্রী সোনম কপূর ও তাঁর স্বামী আনন্দ আহুজার বাড়িতে অতিথি হয়ে যান তিনি। এ ছাড়াও অম্বানীদের অ্যান্টালিয়াতেও নিমন্ত্রণ ছিল তাঁর। সব শেষে গেলেন শাহরুখ খান ও গৌরী খানের বাড়িতে। শাহরুখের আতিথেয়তা দেখে মুগ্ধ বেকহ্যাম। দেশে ফিরে গিয়েই শাহরুখকে নিমন্ত্রণ করলেন নিজের বাড়িতে।

Advertisement

বেকহ্যাম ভারতে এসেছিলেন ইউনিসেফের প্রচারদূত হিসাবে। বেশ কিছু দিন কাটান গুজরাতে। বুধবার ওয়াংখেড়েতে বসে সেমিফাইনালে ভারত বনাম নিউ জ়িল্যান্ডের ম্যাচও দেখেন। সেখান থেকে সোজা সোনমের মুম্বইয়ের বাড়িতে। সেই পার্টিতে দেখা গিয়েছে একাধিক বলি তারকাকে। যদিও শাহরুখ তাঁর বাড়িতে আলাদা ভাবে নিমন্ত্রণ করেন বেকহ্যামকে। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির বন্দোবস্তও করেন বাদশা। বৃহস্পতিবার রাতে ওই পার্টি থাকলেও শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে বেকহ্যামের সঙ্গে ছবি দিয়ে ফুটবল তারকার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান শাহরুখ। পাশপাশি তাঁকে উপদেশ দেন, একটু ঘুমানোর। শুক্রবার সকালেই মুম্বই ছাড়েন বেকহ্যাম। মুম্বইয়ে যে কদিন ছিলেন, প্রায় প্রতিটা মুহূর্তই কেটেছে ব্যস্ততার মধ্যে। মায়ানগরীর খ্যাতনামীদের বাড়িতে নিমন্ত্রণ ছিল যে তাঁর। তবে শাহরুখের আতিথেয়তাই নাকি তাঁর ভারত সফর মনে রাখার মতো করে রাখল। বেকহ্যাম সমাজমাধ্যমের পাতায় ধনব্যাদ জানিয়ে শাহরুখের জন্য লেখেন, ‘‘তোমার মতো এক জন মানুষের বাড়িতে অতিথি হিসাবে ডাক পেয়ে সম্মানিত। প্রথম বার ভারত ভ্রমণ সত্যিই স্পেশ্যাল ছিল। ধন্যবাদ বন্ধু। তোমার এবং তোমার পরিবারের সকলের নিমন্ত্রণ রইল আমার বাড়িতে।’’

শেষে সোনম ও আনন্দকে ট্যাগ করে বেকহ্যাম লেখেন, ‘‘যে ভাবে তোমরা আমাকে তোমাদের বাড়িতে স্বাগত জানিয়েছ, তোমরা সত্যিই খুব ভাল মানুষ। ধন্যবাদ এমন একটা সুন্দর সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য।’’

Advertisement
আরও পড়ুন