দিশা পটানী কার সঙ্গে সম্পর্কে? ছবি: সংগৃহীত।
টানটান দীর্ঘাঙ্গী চেহারায় আলগা ভাবে জড়িয়ে রয়েছে শার্ট। কাঁধ থেকে নেমে এসেছে সেই শার্ট। শরীরে মেদের চিহ্নমাত্র নেই। খোলা চুল ও প্রসাধনীহীন মুখ। দিশা পটানীর এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, কার সঙ্গে ছিলেন দিশা?
দীর্ঘ দিন ধরে টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা। তার পরে ভেঙে যায় সেই সম্পর্ক। এর পরেই শরীরচর্চা প্রশিক্ষক অ্যালেকজ়ান্ডার অ্যালেক্সের সঙ্গে দিশার সম্পর্কের গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। অ্যালেকজ়ান্ডার নিজের হাতে দিশার মুখের ছবি উল্কিও করিয়েছিলেন। তাতে জল্পনা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু সম্পর্ক নিয়ে কেউই আর মুখ খোলেননি। তবে নতুন করে ছড়িয়ে পড়া এই ভিডিয়ো দেখে অনুরাগীদের অনুমান, ফের প্রেমে পড়েছেন দিশা। তার সঙ্গেই রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তিনি।
ভিডিয়োয় দেখা গিয়েছে, এক রেস্তরাঁয় বসে রয়েছেন দিশা। স্প্যাগেটি টপের উপর আলগা ভাবে পরা শার্ট নেমে এসেছে কাঁধ থেকে। অভিনেত্রীর চোখেমুখে লাবণ্যের ছাপ। হাসিমুখে কারও সঙ্গে কথা বলছেন তিনি। তবে অভিনেত্রীর উল্টো দিকে কে বসেছিলেন, তা দেখা যায়নি। যদিও ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর অনুরাগীদের দাবি, “আমরা নিশ্চিত, দিশা প্রেম করছেন।” তবে নিন্দকদেরও অভাব নেই। তাঁদের দাবি, “দেখে মনে হচ্ছে, পুরোটাই আগে থেকে ঠিক করা ছিল। নজর আকর্ষণ করতে নিজেই এই ভিডিয়ো করিয়েছেন দিশা। তাই উল্টো দিকের ব্যক্তিকে দেখানো হয়নি।”