Pariah trailer

‘পারিয়া’র ট্রেলার দেখলেন ববি দেওল, কী ভাবে সম্ভব হল? উত্তর দিলেন বিক্রম

‘পারিয়া’ ছবির ট্রেলার শেয়ার করেছেন ববি দেওল। অভিনেতার এই পদক্ষেপে খুশি ছবির সঙ্গে যুক্ত সকলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:৪৫
Bollywood actor Bobby Deol shares Bengali film Pariah’s trailer starring Vikram Chatterjee

(বাঁ দিকে) বিক্রম চট্টোপাধ্যায়। ববি দেওল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিটির ট্রেলার। বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি নিয়ে দর্শক থেকে শুরু করে টলিপাড়ার সদস্যদের কৌতূহল রয়েছে। কারণ অ্যাকশনের মোড়কে পোষ্যপ্রেমকে তুলে ধরার চেষ্টা করেছে ছবিটি। ছবির ঝলক তারকাদের মধ্যে অনেকেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ববি দেওলের নাম।

Advertisement

সোমবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘পারিয়া’র ট্রেলার শেয়ার করে বিক্রমকে শুভেচ্ছা জানিয়েছেন ববি। ‘অ্যানিম্যাল’ ছবির পর ববি এখন চর্চায় রয়েছেন। ‘লর্ড ববি’র কাছ থেকে শুভেচ্ছা পেয়ে মনের মধ্যে কী চলছে? বিক্রম হেসে বললেন, ‘‘সবে মাত্র দেখেছি। এখনও বিশ্বাস করতে পারছি না। আমি আপ্লুত।’’ কিন্তু ববির কাছে এই ছবির ট্রেলার পৌঁছল কী ভাবে? খুলে বললেন বিক্রম। অভিনেতার মুম্বইয়ের ম্যানেজার ছবির ট্রেলার বি-টাউনের কয়েক জনকে পাঠান। তার মধ্যে ববিও ছিলেন। বিক্রম বললেন, ‘‘নিশ্চয়ই ওঁর ট্রেলার পছন্দ হয়েছে, তাই শেয়ার করেছেন। আমরা প্রত্যেকেই ওঁর প্রতি কৃতজ্ঞ।’

Bollywood actor Bobby Deol shares Bengali film Pariah’s trailer starring Vikram Chatterjee

ববি দেওলের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত।

তবে এই ছবি নিয়ে টলিপাড়া থেকে লাগাতার সমর্থন পাওয়ার কথাও উল্লেখ করতে ভুললেন না বিক্রম। বললেন, ‘‘দেবদা আমাদের ছবির টিজ়ার লঞ্চ করেছিলেন। ট্রেলার লঞ্চ করেছেন জিৎদা। বন্ধু হিসেবে অঙ্কুশ তো শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছে। আমাদের কাজটা সকলের পছন্দ হচ্ছে বলেই হয়তো তাঁরা সমর্থন করছেন।’’

ছবির ট্রেলারে বিক্রমের অ্যাকশন অবতার প্রকাশ্যে এসেছে। এই ছবির জন্য দীর্ঘ দিন তিনি প্রস্তুতি নিয়েছিলেন। অভিনেতার মতে, দেশে কুকুর এবং মানুষের সম্পর্ক নিয়ে ছবি তৈরি হলেও অ্যাকশনের মোড়কে দেশি কুকুরদের নিয়ে এই ধরনের ছবি তৈরি হয়নি। বিক্রমের কথায়, ‘‘তাই ছবির নতুনত্ব অনেককেই নাড়া দিয়েছে। ইন্ডাস্ট্রির পাশাপাশি আমরা প্রচুর পশুপ্রেমীর সাড়া পাচ্ছি। এখন ছবি মুক্তি পর্যন্ত ছবি নিয়ে এই কৌতূহলটা ধরে রাখতে পারলে আশা করছি, প্রেক্ষাগৃহেও আরও বেশি দর্শক আসবেন।’’ তা হলে কি ববিকে ছবিটা দেখানোর কোনও পরিকল্পনা রয়েছে? বিক্রম হেসে বললেন, ‘‘সবে চমকটা পেয়েছি। প্রযোজক এবং পরিচালকের সঙ্গে এখনও এই বিষয়টা নিয়ে আলোচনা করারই সুযোগ পাইনি।’’

Advertisement
আরও পড়ুন