Bobby Deol

Bollywood: ছবিতে এই বাচ্চা ছেলেটি বলিউডের জনপ্রিয় অভিনেতা, চিনতে পারছেন এঁকে?

ইনি বলিউডের এক কিংবদন্তি অভিনেতার কনিষ্ঠ পুত্র। ১৯৭৭ সালে ‘ধরম বীর’ ছবিতে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ২৩:৪৬
দেখুন তো চিনতে পারেন কি না।

দেখুন তো চিনতে পারেন কি না।

ছবিতে হাসিমুখে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এই কিশোরকে চিনতে পারছেন?

ইনি বলিউডের এক কিংবদন্তি অভিনেতার কনিষ্ঠ পুত্র। ১৯৭৭ সালে ‘ধরম বীর’ ছবিতে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। এর পর ১৯৯৫ সালে ‘বরসত’ ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বিপরীতে ছিলেন টুইঙ্কল খন্না। ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘বাদল’-এর মতো বেশ কিছু সফল ছবি করেন ববি। বলিউডের সফল অভিনেতাদের মধ্যে নিজের নাম সামিল করেছিলেন তিনি।

Advertisement

এতক্ষণে নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছে কার কথা বলা হচ্ছে। ছবির এই বাচ্চা ছেলেটি ধর্মেন্দ্রর কনিষ্ঠ এবং এবং অভিনেতা সানি দেওলের ভাই ববি দেওল। ইনস্টাগ্রামে নিজের কৈশোরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন বিখ্যাত ইংরেজি গান ‘লেটস ডান্স’। ববির এই ছবি দেখে আপ্লুত তাঁর অনুরাগীরাও। মন্তব্যবাক্সে অভিনেতাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন