Idhika Paul

‘খাদান’-এ দেবের বিপরীতে ইধিকা, কেরিয়ারের শুরুতে তাঁর কি শত্রু বাড়ল? উত্তর দিলেন অভিনেত্রী

বাংলাদেশের ছবিতে অভিনয় করার পর এ বার এ পার বাংলায় দেবের ছবিতে ইধিকা পাল। ‘খাদান’ নিয়ে তাঁর মনের কথা জানালেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৮:২৭
Bengali actress Idhika Paul shares her views after casting in Dev’s new film Khadan

দেব এবং ইধিকা। ছবি: সংগৃহীত।

বছরের প্রথম দিনেই জানা গিয়েছিল দেবের নতুন ছবিতে থাকছেন ইধিকা পাল। ‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। টলিউড সুপারস্টারের সঙ্গে ছবিতে সুযোগকে কী ভাবে দেখছেন ইধিকা? প্রশ্ন রাখা হয়, আনন্দবাজার অনলাইনের তরফে।

Advertisement

বেশ কিছু দিন আগে এই ছবির প্রস্তাব আসে ইধিকার কাছে। কিন্তু সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও সুখবরটি আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। দেবের মতো অভিনেতার বিপরীতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইধিকা। বললেন, ‘‘খুব ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এ বারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’’

এর আগে সোহম চক্রবর্তীর সঙ্গে টলিউডে একটি ছবির শুটিং শুরু করেছিলেন ইধিকা। সেই ছবির শুটিং এখনও বাকি রয়েছে। সে দিক থেকে ‘খাদান’ তাঁর প্রথম বাংলা ছবি হতে চলেছে। দেবের ছবিতে সুযোগ পেয়ে কি ইন্ডাস্ট্রিতে তাঁর শত্রুর সংখ্যা বাড়তে পারে? অভিনেত্রী হেসে বললেন, ‘‘হিংসে বা শত্রু, বিষয়গুলোকে এই ভাবে দেখি না। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু। আমার মনে হয় তাঁরা সকলেই চাইবেন যাতে আমি ভাল কাজ করি।’’

‘বাঘা যতীন’-এর প্রিমিয়ারে দেবের সঙ্গে দেখা হয়েছিল ইধিকার। নতুন ছবিটি দেবের সঙ্গে এক প্রস্ত মিটিংও সেরেছেন তিনি। দেব পর পর নতুন অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। এই বিষয় নিয়ে ইধিকা বেশ খুশি। তাঁর কথায়, ‘‘এটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। আমিও তো এক সময় নতুন ছিলাম। দেব যে নতুনদের নিয়ে ভাবে এবং তাদের সুযোগ দেয়, এটা খুবই ভাল পদক্ষেপ।’’

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেছেন ইধিকা। ঢালিউডের ‘কবি’ নামের একটি ছবিতে শরিফুল রাজের বিপরীতে থাকছেন ইধিকা। সেই ছবির শুটিং চলছে। এক সময় সিরিয়ালের মাধ্যমেই টলিউডে পা রেখেছিলেন ইধিকা। তিনি কি সিরিয়ার থেকে আপাতত দূরত্ব বজায় রাখবেন? ইধিকার সহজ উত্তর, ‘‘আজকে যেখানে রয়েছি, সেটা কিন্তু সিরিয়ালের দৌলতে। ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজকে যখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন একটু মন দিয়ে সিনেমাতেই কাজ করতে চাই।’’ তাই আপাতত ‘খাদান’-এর প্রস্তুতি জোরকদমে শুরু করে দিতে চান ইধিকা।

Advertisement
আরও পড়ুন