Tollywood Gossip

অভিনয় নয়! পরিচালকের স্ত্রীর ঊরুতে পৌঁছোল অভিনেতার হাত, বাধা পেয়ে কষালেন থাপ্পড়?

নায়কের নাছোড় হাত তখন পা ছাড়িয়ে প্রায় উরুতে পৌঁছোবে। সঙ্গে সঙ্গে বাধা দেন অভিনেত্রী। রাগ মেটাতে কী করলেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৯:০৯
শুটিং সেটে হুলস্থুল কাণ্ড।

শুটিং সেটে হুলস্থুল কাণ্ড। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টলিপাড়ার অন্দরে প্রতি দিন কত কিছু ঘটে যায়! কোনও কোনটি আসে প্রকাশ্যে। কিছু চাপা পড়ে যায় শুটিং সেটের অন্দরে। কিন্তু এ বার টলিপাড়ার ঘটল এমন এক ঘটনা যাতে অবাক সংশ্লিষ্ট সকলে।

Advertisement

এই ঘটনায় রয়েছেন তিন মূল চরিত্র। ছবির পরিচালক ও তাঁর দুই অভিনেতা-অভিনেত্রী। বলিউড-ফেরত সেই অভিনেতা মাঝে মাঝেই কাজ করেন টলিপাড়ায়। বাইরে থেকে দেখলে যে কেউ বলতে বাধ্য, তিনি নিপাট ভদ্রলোক। তবে কার মাথায় যে কখন কী ভূত চাপে তা বোঝা মুশকিল!

এ দিকে পরিচালক ও তাঁর অভিনেত্রী আবার সদ্য বাঁধা পড়েছেন সাতপাকে। পরিচালকের সামনেই অভিনেত্রীর পায়ে হাত দিয়ে হুলস্থুল বাধিয়ে দিলেন অভিনেতা। পরিস্থিতি এমনই যে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হল শুটিং।

জানা গিয়েছে, ছবির চিত্রনাট্য অনুযায়ী পুরুষ চরিত্রটি নারী চরিত্রের পায়ের প্রতি আসক্ত। প্রেয়সীর পায়েই যৌন উত্তেজনা অনুভব করে সে। এমন একটি দৃশ্যের অভিনয় চলছিল। কিন্তু হঠাৎই অভিনয় ছাড়িয়ে যেতে থাকে চিত্রনাট্যের সীমা। অভিনেতার নাছোড় হাত তখন অভিনেত্রীর পা ছাড়িয়ে প্রায় ঊরু ছুঁতে চলেছে।

সেই মুহূর্তেই বেঁকে বসেন অভিনেত্রী। বাধা দেন। সম্বিৎ ফেরে নায়কের, সামলে নেন নিজেকে। অভিনেত্রীর পরিচালক স্বামীও পদক্ষেপ করেন প্রায় সঙ্গে সঙ্গে। কিন্তু এই ঘটনায় আবার আহত হয় অভিনেতার আত্মাভিমান।

‘নিপাট ভদ্রলোক’ অভিনেতা অপমানিত হয়ে ক্ষণিকের জন্য থেমে যান। সকলেই যখন ভাবছেন বিষয়টি মিটে গিয়েছে, তখনই ঘটে অন্য একটি ঘটনা। মনের মধ্যে পুষে রাখা রাগ প্রকাশ করে ফেলেন অভিনতা। এ বারও সেই চিত্রনাট্যের সহায়তায়।

যেন তক্কে তক্কেই ছিলেন অভিনেতা। পরের দিনের শুটিংয়ে চিত্রনাট্য অনুযায়ী ক্যামেরাবন্দি হওয়ার কথা একটি গার্হস্থ্য হিংসার দৃশ্য। এ সুযোগ হাতছাড়া করতে চাননি সেই অভিনেতা।

জানা গিয়েছে, ‘মেথড অ্যাক্টিং’-এর মোড়কে দৃশ্যকে বাস্তবসম্মত করার জন্য চরিত্রের প্রায় ভিতরে ঢুকে পড়লেন সেই অভিনেতা। অভিনেত্রীকে চড় মারার একটি দৃশ্যের সম্পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি। ক্যামেরা চলাকালীন এমন জোরে চড় কষান অভিনেত্রীর গালে, যে হতভম্ব হয়ে যান সকলেই।

এই অভিনেত্রীকে পর্দায় সকলেই চেনেন খল চরিত্রের জন্য। অথচ, তাঁরই সঙ্গে এমন ঘটনায় খানিক ক্ষণ চুপ করে যান অভিনেত্রী। ঘণ্টা তিনেক বন্ধ করে দেওয়া হয় শুটিং।

অবশ্য পরে কাজটি নির্বিঘ্নে মিটেছে। জানা গিয়েছে, নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে দু’তরফই কাজ শেষ করেছে।

Advertisement
আরও পড়ুন