New Bengali Web Series

নতুন প্রেমের গল্পে দেখা যাবে দেবচন্দ্রিমাকে, এ বার জুটি বাঁধলেন কার সঙ্গে?

এই প্রেমে হিংসা নেই, মারামারি নেই, ধর্মীয় মেরুকরণ নেই, জাতিবিদ্বেষ নেই। বন্দুকের বদলে আছে গোলাপ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ০৬:৩৩
An image of the Actress

দেবচন্দ্রিমা সিংহরায়। —ফাইল চিত্র।

দুরন্ত রণ আর শান্তশিষ্ট মিতুল ভীষণ ভালবাসে একে অপরকে। এই প্রেমে হিংসা নেই, মারামারি নেই, ধর্মীয় মেরুকরণ নেই, জাতিবিদ্বেষ নেই। বন্দুকের বদলে আছে গোলাপ। তবুও সে প্রেম পরিণতি পায় না। কিন্তু কেন? এমনই এক গল্প নিয়ে আড্ডাটাইমসের নতুন সিরিজ় ‘প্রেমে পড়া বারণ’। পরিচালনায় অরিজিৎ চক্রবর্তী।

Advertisement
অনিন্দ্য সেনগুপ্ত এবং দেবচন্দ্রিমা সিংহরায়।

অনিন্দ্য সেনগুপ্ত এবং দেবচন্দ্রিমা সিংহরায়। —নিজস্ব চিত্র।

এর আগে ‘ফেলু মিত্তির লেন’ পরিচালনা করেছেন অরিজিৎ। সিরিজ়ে রণ-র চরিত্রে দেখা যাবে ‘এক্স=প্রেম’-খ্যাত অনিন্দ্য সেনগুপ্তকে। মিতুলের চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহরায়। দেবচন্দ্রিমা বললেন, “আমার চরিত্রটা শান্ত, যে মা-বাবার কথা শুনে চলে। একটু ভয় পায়। তার জীবনে প্রেমও আসে। আর এই প্রেমটা হওয়ার পরে সে নিজেকে খুলতে শুরু করে।” উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে এই সিরিজ়ের।

Advertisement
আরও পড়ুন