Dev

দেবের সঙ্গে এক ছবিতে রানা! নেপথ্যে ‘ধুমকেতু’ জট, না কি নতুন কাজের উদ্যোগ? জল্পনা টলিপাড়ায়

দেবের সঙ্গে বৈঠকে প্রযোজক রানা সরকার। নেপথ্য কারণ নিয়ে টলিপাড়ায় জল্পনা জোরালো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২০:৩৫
Bengali actor Dev and Tollywood producer Rana Sarkar met and fans are getting curious

দেবের প্রযোজনা সংস্থার অফিসে মঙ্গলবার রানা সরকার। ছবি: ফেসবুক।

মঙ্গলবার সন্ধ্যায় একসঙ্গে দেব এবং টলিপাড়ার প্রযোজক রানা সরকার। দেবের পোস্ট করা সেই ছবি দেখেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন। কেউ মনে করছেন রানা প্রযোজিত ‘ধুমকেতু’ ছবিটি নিয়ে জটিলতা কাটতেই দু’জনের বৈঠক। আবার অন্য পক্ষের মত, প্রযোজকের সঙ্গে নতুন কোনও কাজ নিয়ে আলোচনা করতেই দেবের বৈঠক।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় দেব সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন রানা। ছবিটি অভিনেতার প্রযোজনা সংস্থার দফতরেই তোলা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘‘এ বারে সেরাটার জন্যই অপেক্ষা শুরু।’’ শেষ বার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধুমকেতু’ ছবিতে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। রানা সরকার প্রযোজিত এই ছবির শুটিং হয় ২০১৬ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেই ছবি মুক্তি পায়নি। গত ডিসেম্বরে দেব অভিনীত ‘খাদান’ এবং শুভশ্রী অভিনীত ছবি ‘সন্তান’ মুক্তি পায়। তার পর সমাজমাধ্যমে ‘ধুমকেতু’ ছবি মুক্তি নিয়ে বিশেষ শর্ত আরোপ করেন রানা। ফেসবুক পোস্টে রানা লেখেন, ‘‘‘ধুমকেতু’ রিলিজ় হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু’জনকেই হিট করাতে হবে।’’ তখন আনন্দবাজার অনলাইনকে রানা বলেছিলেন, ‘‘দেবের সঙ্গে এই নিয়ে আমার অনেক বারই কথা হয়েছে। ও ছবিটার মুক্তি নিয়ে আশাবাদী। দু’পক্ষ চাইলেই সমস্যা মিটে যাবে।’’

তা হলে কি এ বার দেব এবং রানা ছবি সংক্রান্ত জটিলতা কাটিয়ে নিতে উদ্যোগী? না কি তাঁরা আপাতত নতুন কোনও কাজ নিয়ে এগোতে চাইছেন? প্রশ্নের উত্তর পেতে আনন্দবাজার অনলাইনের তরফে রানার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁর ফোন বেজে গিয়েছে। অগত্যা প্রশ্নের উত্তর পেতে এখনও অপেক্ষা না করে উপায় নেই।

তবে মঙ্গলবার সন্ধ্যায় পরে রানা একই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি দেব এবং শুভশ্রীর নামের পাশাপাশি ‘ধুমকেতু’র কথাও উল্লেখ করেছেন। তাই ছবি সংক্রান্ত জটিলতা কাটাতেই যে তাঁদের সাক্ষাৎ, তা অনুমান করাই যায়।

Advertisement
আরও পড়ুন