অরিজিতের অনুষ্ঠানে কী নিয়ে প্রবেশ করা নিষেধ? ছবি: সংগৃহীত।
অরিজিৎ সিংহের অনুষ্ঠান মানেই মানুষের উপচে পড়া মানুষের ভিড়। তাঁর গানের মূর্ছনায় মুহূর্তে ভাসেন অনুরাগীরা। তাঁর গান যেমন আনন্দ দেয়, তেমনই অবলীলায় আবেগে ভাসাতে পারে। তবে খ্যাতির সঙ্গে আসে বিড়ম্বনাও। উপচে ভরা ভিড়ে অনেক সময় বিশৃঙ্খলাও তৈরি হয়। এই ভিড় সামলানোও বেশ কঠিন হয়ে ওঠে আয়োজকদের পক্ষে। তাই রবিবার মুম্বইতে অরিজিতের অনুষ্ঠানে জারি হল একাধিক নিষেধাজ্ঞা।
এ দিন মুম্বইয়ে অরিজিতের অনুষ্ঠানে নিয়ে যাওয়া যাবে না বেশ কিছু জিনিস। এই অনুষ্ঠানের জন্য বহু দিন ধরেই অপেক্ষা করে ছিলেন তাঁর অনুরাগীরা। তাই প্রতি বারের মতোই এই দিনও যে উপচে পড়া ভিড় হবে, তা আন্দাজ করাই যায়। তাই এই দিন লাইটারের মতো দাহ্য বস্তু সঙ্গে রাখা যাবে না বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানে প্রবেশ করার নিরাপত্তা যাচাইয়ের জায়গাতেও কড়াকড়ি থাকবে বলে জানা যাচ্ছে। কোনও রকমের মাদকদ্রব্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এই অনুষ্ঠানে। এ ছাড়া কোনও ধারালো বস্তু বা অস্ত্র নিয়ে এই অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না।
বর্তমানে অনুষ্ঠানের অংশ রেকর্ড করে সমাজমাধ্যমে প্রকাশ করলেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। তাই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা গেলেও, ডিএসএলআর ক্যামেরা, ট্রাইপড ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না অরিজিতের অনুষ্ঠানে।
উল্লেখ্য, কিছু দিন আগেই ভারতে অনুষ্ঠান করতে এসেছিলেন আমেরিকান শিল্পী এড শিরান। তখন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতেও ঘুরে যান এড। ভারতে এসে আচমকাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি তিনি। অরিজিতের বাইকের পিছনে বসেও ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে।