Arjun Kapoor

কুমার সঙ্গকারার সঙ্গে মালাইকার প্রেম! জল্পনার মাঝেই অর্জুনের মন্তব্য ঘিরে শুরু আলোচনা

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তাঁর পাশে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সঙ্গকারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৮:০৬
Arjun Kapoor shares a cryptic post amid Malaika Arora’s rumour with Kumar Sangakara

সঙ্গকারার সঙ্গে প্রেম মালাইকার? কী বললেন অর্জুন? ছবি: সংগৃহীত।

গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এক সময়ে। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ ঘোষণাও করেছেন অভিনেতা। এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন। মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি। কিন্তু সম্প্রতি ক্রিকেট তারকা কুমার সঙ্গকারার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

Advertisement

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তাঁর পাশে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সঙ্গকারা। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাঁরা দু’জনে কি প্রেম করছেন? এই নিয়ে আলোচনা জারি রয়েছে নেট মাধ্যমে। এর মধ্যেই অর্জুন তাঁর সমাজমাধ্যমে একটি বিশেষ উক্তি ভাগ করে নিয়েছেন।

অর্জুনের ভাগ করে নেওয়া পোস্টে লেখা, “কোনও বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হল, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার উপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমন ভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।” অর্জুন বরাবরই নিজের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন। এই পোস্টেও সেই একই বার্তা। সেখানে সব শেষে লেখা রয়েছে, “নিজের উপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার উপরও বিশ্বাস রাখুন।”

এই পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একসঙ্গে পাঁচ বছর থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন।

Advertisement
আরও পড়ুন