Malaika Arora-Arjun Kapoor

মালাইকার বাবার মৃত্যুর পর না ডাকতেই চলে গিয়েছিলেন অর্জুন! নেপথ্যে কারণ জানালেন অভিনেতা

কঠিন সময়ে অর্জুনকে পাশ পান মালাইকা। যদিও মালাইকা তাঁকে ডাকেননি। তা-ও কেন গিয়েছিলেন অর্জুন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬
প্রেম ভাঙার পর কেন মালাইকার পাশে দাঁড়ালেন অর্জুন?

প্রেম ভাঙার পর কেন মালাইকার পাশে দাঁড়ালেন অর্জুন? ছবি: সংগৃহীত।

নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেছিলেন প্রকাশ্যে। তার পর থেকেই রাত দিন মনখারাপে ডুবে রয়েছেন অর্জুন কপূর। অবসাদে ভুগছেন, নিজেই স্বীকার করেছেন। অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।”

Advertisement

স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। কেন প্রেম ভাঙল তাঁদের, তার কারণ জানা যায়নি। তবে প্রেম ভাঙার পরই প্রকৃত বন্ধুর কর্তব্য পালন করেছেন অর্জুন। মাস কয়েক আগে মালাইকার বাবার আত্মহত্যার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁদের বাড়ি যান। কঠিন সময়ে অর্জুনকে পাশ পান মালাইকা। যদিও মালাইকা তাঁকে ডাকেননি। তা-ও কেন গিয়েছিলেন অর্জুন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, ‘‘আসলে আমার বন্ধুর সংখ্যা হাতেগোনা। আমি কাউকে বন্ধু ভাবলে মন থেকেই তাঁর জন্য সব করি। আমি তাঁর ভাল সময়ে যেমন থাকতে চাই, যদি তাঁর খারাপ সময়ে আমাকে দরকার পরে আমি থাকব। যদি সেই জায়গায় আমার প্রয়োজন না থাকে, তা-ও দূর থেকে থাকব। অতীতে যেটা আমি করেছি।’’

মালাইকার বাবার মৃত্যুর খবর পাওয়ার পর একেবারে অন্ত্যেষ্টি হওয়া পর্যন্ত মালাইকার সঙ্গে ছিলেন অভিনেতা। বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার উপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন। অন্য দিকে, অর্জুনও নিজেকে গোছানোর চেষ্টা করছেন।

Advertisement
আরও পড়ুন