Arijit Singh

কোনও প্রচার চান না, অরিজিতের ৩৬তম জন্মদিনে ভরল ক্ষুধার্তদের পেট, নেপথ্যে গায়কের বাবা

৩৬-এ পা দিলেন অরিজিৎ সিংহ। গায়কের বাবা সুরিন্দর সিংহ খুব বেশি হইচই হোক, চান না। কিন্তু ছেলের জন্মদিন উদ্‌যাপনে আয়োজনের খামতি রাখেননি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৭:১৯
Arijit Singh Father took initiative for feeding poor child on singer birthday

ছেলের জন্মদিনে ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দিলেন অরিজিৎ সিংহের বাবা সুরিন্দর সিংহ। — ফাইল চিত্র।

২৫ এপ্রিল অরিজিৎ সিংহের ৩৬তম জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুভেচ্ছাবার্তা। তবে সারা দিনে দেখা মেলেনি অরিজিতের। ব্যক্তি অরিজিৎ খুবই অন্তর্মুখী। তাঁকে নিয়ে মাতামাতি মোটে পছন্দ নয় তাঁর। সকলের একটাই উৎসাহ, অরিজিৎ কী ভাবে কাটালেন তাঁর জন্মদিন? গায়কের বাবা সুরিন্দর সিংহ জানান, খুব বেশি হইচই হোক চান না। বরং একটু অন্য ভাবেই কাটাতে চান ছেলের জন্মদিনটা।

সদ্য অষ্ট্রেলিয়া থেকে শো সেরে ফিরেছেন। বরাবরই সাদামাঠা জীবন পছন্দ তাঁর। মাটির কাছকাছি থাকতে চান অরিজিৎ, তাই কোনও দেখনদারিতে বিশ্বাসী নন। তবু বাবার মন কি মানে? ছেলের জন্মদিন বলে কথা। ছেলের জন্মদিন ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দিলেন গায়কের বাবা সুরিন্দর সিংহ। জিয়াগঞ্জে একটি রেস্তরাঁ রয়েছে তাঁর। সেখানেই এক ভোজের আয়োজন করলেন সুরিন্দর সিংহ, দুঃস্থ শিশুদের জন্য।

Advertisement

একের পর এক কচিকাঁচা তৃপ্তি করে খেয়েছে। প্রাণভরা হাসি নিয়ে বেরিয়েছে সেই রেস্তরাঁ থেকে। মঙ্গলবার এমনই এক দল কচিকাঁচার দেখা মিলল অরিজিতের বাবার রেস্তরাঁয়। প্রায় ৩৫ জন পথশিশু খাবার খায় তাঁদের হোটেলে। শুধু পথশিশু নয়, ওই দিন সুরিন্দরবাবুর রেস্তরাঁর দরজা খোলা ছিল সকলের জন্যই। অরিজিতের বাবা সুরিন্দর সিংহ ওরফে কাক্কা সিংহ বলেন, ‘‘প্রতিদিন তো ব্যবসা করি। ছেলের জন্মদিনে প্রতি বারের মতো এ বারও সবার জন্য হেঁশেলের দরজা খোলা রেখেছিলাম। প্রচারের জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতে।’’

আরও পড়ুন
Advertisement