Archana Puran Singh

অর্চনার ভাঙা হাতে জড়ানো প্লাস্টার, অভিনেত্রী ক্ষমা চাইলেন রাজকুমারের কাছে! নেপথ্যে কোন কারণ?

শুটিং ফ্লোরে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছেন অর্চনা। ভেঙেছে হাড়। অস্ত্রোপচারের পর রাজকুমারের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৫১
image of Archana Puran Singh

অভিনেত্রী অর্চনা পুরন সিংহের হাতে অস্ত্রোপচার করা হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেত্রী অর্চনা পুরন সিংহ হাতে চোট পেয়েছেন। সমাজমাধ্যমে অভিনেত্রীর ডান হাতে প্লাস্টার করা ছবি ছড়িয়ে পড়েছে। নিজের চোটের কথা জানিয়ে অভিনেতা রাজকুমার রাওয়ের কাছে ক্ষমা চেয়েছেন অর্চনা।

Advertisement

ইনস্টাগ্রামে নিজের ভ্লগের একটি ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে চোটের খবর প্রকাশ্যে এনেছেন অর্চনা। জানিয়েছেন, হাতে চোট পাওয়ার পর তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচার করাতে হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে অর্চনা লেখেন, ‘‘যা হয় ভালর জন্যই— আমি এখন এটাই বিশ্বাস করি। এখন অনেকটাই ভাল আছি। ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করছি।’’

তবে হাতে চোট পাওয়ার সময়ে একটি ছবির শুটিং করছিলেন অর্চনা। সেই ছবিতে তাঁর সঙ্গেই ছিলেন রাজকুমার। চোটের কারণে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ভিডিয়োয় অভিনেতার কাছে ক্ষমাও চেয়েছেন অর্চনা। ভিডিয়োয় অর্চনা বলেন, ‘‘আমি পরে রাজকুমারকে ফোন করে ক্ষমা চেয়েছি। আমি দ্রুত শুটিংয়ে ফিরব। না হলে ছবিটার ক্ষতি হতে পারে।’’ অর্চনার চোটের খবর পেয়ে অনুরাগীরা সমাজমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত বছর ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ ছবিতে দর্শক অর্চনাকে দেখেছেন। এই ছবিতেও ছিলেন রাজকুমার। ছবিটি বক্স অফিসে প্রায় ৬০ কোটি টাকার ব্যবসা করে।

Advertisement
আরও পড়ুন