Arbaaz-Sshura

বিমানবন্দরে পিছন থেকে স্ত্রী সুরার ডাক, কী করে বসলেন আরবাজ়?

প্রথম বার শোনা গেল আরবাজ়ের স্ত্রী সুরার কণ্ঠস্বর। বিমানবন্দরে স্ত্রীর ডাক শুনে কী করলেন আরবাজ়?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১৫:৩৮
Arbaaz Khan gives Flying kiss to wife Sshurah khan at airport

আরবাজ়-সুরা। ছবি: সংগৃহীত।

গত বছর শেষ হওয়ার আগে ফের সংসারী হলেন আরবাজ় খান। অল্প দিনের প্রেম, তার পর সোজা বিয়ে। রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা। বছর শেষে স্ত্রী সুরাকে নিয়ে মধুচন্দ্রিমায় যান অভিনেতা। নতুন বছর শুরু হওয়ার দিন চারেকের মাথায় ফিরলেন মুম্বইয়ে। শোনা যায় স্ত্রীকে নিয়ে কটা দিন একান্তে দুবাইয়েই কাটিয়েছেন আরবাজ়। সেখানে বিমানবন্দরে প্রথম বার শোনা গেল আরবাজ়ের স্ত্রী সুরার কণ্ঠস্বর। স্ত্রীর ডাক শুনতেই এল আরবাজ়ের চটজলদি প্রতিক্রিয়া।

Advertisement
Arbaaz Khan gives Flying kiss to wife Sshurah khan at airport

আরবাজ় খান। ছবি: সংগৃহীত।

প্রথম থেকেই আড়ালে ছিলেন আরবাজ়ের স্ত্রী। বিয়ের দিন আলোকচিত্রীদের দেখামাত্রই মুখ ফেরান সুরা। মধুচন্দ্রিমায় যাওয়ার দিনও টুপি দিয়ে আড়াল করেন মুখ। তা-ও কণ্ঠস্বর শোনা যায়নি, এমনকি এত দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ব্যক্তিগত রেখেছিলেন সুরা। তবে একে একে আগল ভাঙছেন, প্রকাশ্যে আসছেন তিনি। মুম্বই ফেরার দিন সম্ভবত দুবাই বিমানবন্দরে স্বামীকে ক্যামেরাবন্দি করেন সুরা। আচমকাই আরবাজ়কে ডাকেন তিনি। পিছন ফিরে স্ত্রীর দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন অভিনেতা। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিয়োটি পোস্ট করে সুরা লেখেন, ‘‘আমাদের প্রতিটা তারই বাঁধা।’’ মুম্বই বিমানবন্দরে স্ত্রীর হাত ধরেই ফিরলেন অভিনেতা। যদিও এদিন আর নিজেকে আড়ালে রাখেননি সুরা। স্বামীর হাতে হাত রেখেই উঠলেন গাড়িতে।

Advertisement
আরও পড়ুন