COVID Vaccine

কোভিড টিকা নিলেন অঙ্কিতা, ভিডিয়ো দেখে নেটাগরিকদের কটাক্ষ, ‘আর কত নাটক করবেন’?

অভিনেত্রীর শেয়ার হওয়া ভিডিয়ো অনুযায়ী, তিনি টিকা নেওয়ার আগে রীতিমতো ভয়ে কাঁটা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৩:১৭
টিকা নিলেন অঙ্কিতা লোখান্ডে।

টিকা নিলেন অঙ্কিতা লোখান্ডে।

অতিমারি ঠেকাতে টিকা নিলেন অঙ্কিতা লোখান্ডে। টিকাকরণের ভিডিয়ো অভিনেত্রী শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এখনও পর্যন্ত ৫ লক্ষ নেটাগরিক সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োর পাশাপাশি অঙ্কিতার পরামর্শ, ‘আমারটা আমি নিয়েছি। এ বার আপনাদের পালা।’ ভিডিয়ো বলছে, টিকা নিতে গিয়ে তিনি ভয় পেয়েছেন খুব। তাই দেখে নেটাগরিকদের পাল্টা জবাব, ‘আর কত নাটক করবেন?’

ভিডিয়োয় কী দেখা গিয়েছে? অভিনেত্রীর শেয়ার হওয়া ভিডিয়ো অনুযায়ী, তিনি টিকা নেওয়ার আগে রীতিমতো ভয়ে কাঁটা। সুঁচ বেঁধানোর ব্যাথায় আগেই কাবু। এ দিকে টিকাকরণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা তাঁকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করছেন, যত ভয় পাচ্ছেন তত ব্যথা পাবেন না অঙ্কিতা। কিন্তু কে কার কথা শোনে!

Advertisement

এই ভিডিয়ো দেখেই ফের নেটাগরিকদের নিশানায় অঙ্কিতা। কেউ বলেছেন, ‘আর কত নাটক করবেন? সামান্য একটা ইনজেকশন নিতে এত কিছু! আপনারা পারেনও।’ আর একজনের দাবি, ‘বয়স ৩৫। আচরণে যেন বাচ্চা মেয়ে! একটা ইনজেকশন নিলে যতখানি কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে দেশবাসী। নাটক করে স্বাস্থ্য কর্মীদের আর সময় নষ্ট করবেন না।’

বলিউডে ক্রমশ টিকাকরণের তালিকা লম্বা হচ্ছে। অতিমধ্যেই টিকা নিয়েছেন অমিতাভ বচ্চন, সোনু সুদ, অনুরাগ কাশ্যপ, মালাইকা অরোরা, অনুপম খের, পরেশ রাওয়াল, শিল্পা শিরোদকর সহ বহু তারকা।

Advertisement
আরও পড়ুন