Priyanka Chopra

প্রিয়ঙ্কা চোপড়ার বাবা হতে হবে? চমকে গিয়েছিলেন অনিল

একটি সাক্ষাৎকারে অনিল বলেছেন, খুব খারাপ লেগেছিল। তবে শেষ পর্যন্ত চরিত্রটি করতে রাজি হন ছেলে হর্ষবর্ধনের কথায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২২:০২
দিল ধড়কনে দো ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া ও অনিল কপূর।

দিল ধড়কনে দো ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া ও অনিল কপূর।

অঙ্কের গোলমাল। মিলল না তাই। মিললে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতেন অনিল কপূর!

সেই সুযোগ হয়নি। তা বলে বছর ঘুরতেই সেই নায়িকারই বাবা হওয়ার প্রস্তাব যদি আসে তা হলে আত্মবিশ্বাসে চিড় ধরবে না?

Advertisement

অনিলের ক্ষেত্রেও ব্যাপারটা হয়েছিল তা-ই। ‘দিল ধড়কনে দো’ ছবিতে প্রিয়ঙ্কা চোপড়ার বাবা হওয়ার প্রস্তাব পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন বলিউডের এভারগ্রিন নায়ক অনিল। রোম্যান্টিক জুটি থেকে একেবারে বাবা-মেয়ের ভূমিকায় আসতে রীতি মতো হোঁচট খেয়েছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত চরিত্রটি করতে রাজি হন ছেলে হর্ষবর্ধনের কথায়। একটি সাক্ষাৎকারে অনিল বলেছেন, ‘‘আমি সত্যি বলছি, খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল, আরে প্রিয়ঙ্কা চোপড়ার বাবা হতে হবে! রণবীর তো নতুন এসেছে। ওর বাবা হতে আপত্তি নেই কিন্তু, প্রিয়ঙ্কার বাবা!’’ মুষড়ে পড়েছিলেন অনিল।

কিন্তু, সেই সময় তাঁকে সাহস যুগিয়েছিলেন ছেলে হর্ষ। অনিল জানিয়েছেন, হর্ষই তাঁকে বোঝান, ‘‘তুমি প্রিয়ঙ্কা চোপড়ার বাবা হচ্ছ না। পর্দায় একটা চরিত্রে অভিনয় করছ। ব্যস।’’

অনিল জানিয়েছেন হর্ষের কথাতেই দুঃখ নিয়েও চরিত্রটি করতে রাজি হন তিনি। তবে তার পর পর্দায় বাবা-মেয়ের রসায়ন কি ম্যাজিক দেখিয়েছিল তা তো সবারই জানা।

Advertisement
আরও পড়ুন