Angelina Jolie

সমুদ্রসৈকতে হাঁটছেন ব্র্যাঞ্জেলিনা, প্রেমে সিলমোহর পড়া সেই ছবি ফের শিরোনামে এল কেন?

শোনা যায়, ২০০৪ সালে ‘মিস্টার এবং মিসেস স্মিথ’-এর সেটেই পরস্পরের কাছাকাছি আসেন ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা। সে সময় ব্র্যাড জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সংসার করছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৬
ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। ফাইল চিত্র।

ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। ফাইল চিত্র।

এক সময় তাঁদের প্রেম যেন গাথাকাব্যে পরিণত হয়েছিল। তাঁদের ভক্তরা দু’জনকে একত্রে ‘ব্র্যাঞ্জেলিনা’ বলেও ডাকতেন। সেই মধুর সম্পর্ক অবশ্য টেকেনি। দীর্ঘ প্রেম ও দাম্পত্যজীবন কাটানোর পর বিবাহবিচ্ছেদ হয়ে যায় ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির। এ বার তাঁদের প্রেমপর্বের গোড়ার দিনগুলির একটি ছবি ফের সংবাদ শিরোনামে এল।

শোনা যায়, ২০০৪ সালে ‘মিস্টার এবং মিসেস স্মিথ’-এর সেটেই পরস্পরের কাছাকাছি আসেন ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা। সে সময় ব্র্যাড জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সংসার করছেন। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছিল ব্র্যাঞ্জেলিনাকে। জনপ্রিয় একটি বিনোদন পত্রিকায় সে সময় একটি ছবি প্রকাশিত হয়, যে ছবিটি তাঁদের প্রেমের বিষয়ে সিলমোহর দিয়েছিল। ছবিতে দেখা যায়, ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা সমুদ্রসৈকত ধরে হেঁটে যাচ্ছেন। সঙ্গে আছে অ্যাঞ্জেলিনার সন্তান ম্যাডক্স। ছবিটি বড় করে প্রকাশিত হয়েছিল ওই পত্রিকায়।

Advertisement

ওই পত্রিকার কর্ণধার জান ওয়েনার স্মৃতিচারণ করে লিখেছেন, চিত্রসাংবাদিককে ছবি তোলায় সাহায্য করেছিলেন অ্যাঞ্জেলিনাই। পরে অবশ্য অ্যাঞ্জেলিনা তা অস্বীকার করে ওই চিত্রগ্রাহককে চোটপাট করেন বলে অভিযোগ।

প্রেম, বিবাহ ভেঙেছে আগেই। এখন সন্তান, সম্পত্তির উপর অধিকার নিয়ে আদালতে মামলা লড়ছেন ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনা। আগেই ব্র্যাডের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন অ্যাঞ্জেলিনা।

Advertisement
আরও পড়ুন