Ananya Panday

Ananya Pandey's Grandmother: চলে গেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঠাকুমা, চাঙ্কি পৌঁছলেন মায়ের বাড়ি

চাঙ্কি , স্ত্রী ভাবনা এবং তাঁদের ছোটকন্যা রাইসা স্নেহলতা পাণ্ডের বাড়িতে পৌঁছেছেন। শ্যুটিংয়ে ব্যস্ত অনন্যা যেতে পারেননি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৮:২০
ঠাকুমার সঙ্গে অনন্যা

ঠাকুমার সঙ্গে অনন্যা

শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের মা। মৃত্যুকালে স্নেহলতা পাণ্ডের বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। শনিবার বিকেলে তারকার সমাবেশ অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঠাকুমার বাড়িতে।

পাপারাৎজিদের দৌলতে দেখা গিয়েছে, চাঙ্কি ও তাঁর স্ত্রী ভাবনা এবং তাঁদের ছোটকন্যা রাইসা স্নেহলতা পাণ্ডের বাড়িতে পৌঁছেছেন। শ্যুটিংয়ে ব্যস্ত অনন্যা যেতে পারেননি সেখানে। অভিনেতা সমীর সোনি, তাঁর স্ত্রী নীলম কোঠারি, সোহেল খানের ছেলে নির্বাণ, রাজনীতিক ভাই প্রতাপ, বাবা সিদ্দিকি প্রমুখ স্নেহলতা পাণ্ডের শেষকৃত্যে তাঁর বাড়িতে পৌঁছলেন।

Advertisement
মায়ের সঙ্গে চাঙ্কি

মায়ের সঙ্গে চাঙ্কি

২০১৯ সালে নিজের ঠাকুমার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অনন্যা। অভিনেত্রীর প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর গানে নাচ করছেন তাঁর ঠাকুমা। তাঁর সঙ্গে পা মিলিয়েছেন অনন্যার তুতো ভাই আহান পাণ্ডে। লিখেছিলেন, ’৮৩ হল। এখনও চির সবুজ ঠাকুমার নাচ আমার গানে। শুভ জন্মদিন।’

Advertisement
আরও পড়ুন