Celeb Gossip

দু’বার বিয়ে ভাঙার পরে ১৮ বছরের ছোট ভাইঝির সঙ্গে ছাঁদনাতলায়! কোন তারকার জীবন এমন বিতর্কে ভরা?

তারকাদের প্রেম, পরকীয়া, বিয়ে, বিচ্ছেদ— এই বিষয়গুলি নিয়ে অনুরাগীদের আগ্রহ খানিক বেশিই থাকে। ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার জন্য বহু তারকাই খবরের শিরোনামে থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৩:৪৮
An actor tied with his 18 years younger niece after two dovorces

—প্রতীকী ছবি।

বিনোদনজগৎ নিয়ে বরারবই মানুষের আগ্রহ তুঙ্গে। অভিনয়ের পাশাপাশি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও তাঁদের কৌতূহল প্রবল। তারকাদের প্রেম, পরকীয়া, বিয়ে, বিচ্ছেদ— এই বিষয়গুলি নিয়ে অনুরাগীদের আগ্রহ খানিক বেশিই থাকে। ব্যক্তিগত জীবনে ওঠাপড়ার জন্য বহু তারকাই খবরের শিরোনামে থাকেন। তেমনই একজন তারকা হলেন মালয়ালম বিনোদন দুনিয়ার অভিনেতা বালা।

Advertisement

গত বছর তৃতীয় বার বিয়ে করে খবরে উঠে এসেছিলেন বালা। ২০২৪ সালের ২৩ অক্টোবর নিজের এক আত্মীয়াকেই বিয়ে করেন বালা। সেই আত্মীয়া আসলে সম্পর্কে তারকার ভাইঝি। এই বিষয় নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। আত্মীয়া হলেও কোকিলা অর্থাৎ বালার স্ত্রী তামিলনাড়ুর। মালয়ালম নয়, তামিল ভাষায় কথা বলেন তিনি।

এর আগে দু’টি বিয়েই ভেঙে যায় বালার। তাই দক্ষিণী তারকা বিয়ের পরে সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমি বিশ্বাস করি, এই বিয়েটা টিকে যাবে। ও আমার আত্মীয়, তাই এই সম্পর্ক নিয়ে আমি আত্মবিশ্বাসী।” শৈশব থেকেই এই বিয়ে নিয়ে স্বপ্ন দেখতেন বালা ও কোকিলা, এমনও জানিয়েছিলেন তিনি।

তৃতীয় স্ত্রী কোকিলার চেয়ে বয়সে ১৮ বছরের বড় বালা। এই বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। তবে সে সব বিতর্কে কান না দিয়ে বালা বলেছিলেন, “গত এক বছর ধরে আমি ভাল করে খাওয়াদাওয়া করছি। ভাল করে ঘুমোচ্ছি, ওষুধ খাচ্ছি। তাই আমার স্বাস্থ্যও ভাল হয়েছে। আর কোকিলা ও আমি সকাল থেকেই বিয়ের কথা ভেবে রেখেছিলাম।”

বালা প্রথম বিয়ে করেছিলেন গায়িকা অম্রুতা সুরেশকে। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। সেই বিয়ে ভাঙার পরে এলিজ়াবেথ নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন বালা। যদিও আইনি পদ্ধতি মেনে সেই বিয়ে করেননি তাঁরা।

Advertisement
আরও পড়ুন