Pahalgam terror Attack

পহেলগাঁও ঘটনার ঠিক পরেই ‘রহস্যময়’ পোস্ট! অমিতাভের দিকে ধেয়ে এল কটাক্ষ

পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব সমাজমাধ্যমও। কিন্তু মঙ্গলবার রাত ১২টার পরে হঠাৎই সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন অমিতাভ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৮
Amitabh Bachchan trolled for sharing a cryptic post after Pahalgam incident

কটাক্ষ ধেয়ে আসছে অমিতাভের দিকে। ছবি: সংগৃহীত।

রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। বেড়াতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, কল্পনাও করেননি পর্যটকেরা। নিন্দায় মুখর গোটা দেশ। বলিউডের তারকারাও ক্ষোভ উগরে দিচ্ছেন। জাভেদ আখতার থেকে শুরু করে অক্ষয় কুমার, সকলেই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু চুপ অমিতাভ বচ্চন। বরং এই সময়ে একটি ‘অপ্রাসঙ্গিক’ পোস্ট করে নিন্দিত হচ্ছেন বর্ষীয়ান তারকা।

Advertisement

পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব সমাজমাধ্যমও। কিন্তু মঙ্গলবার রাত ১২টার পরে হঠাৎই সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন অমিতাভ। ‘টি ৫৩৫৬’ এই সংখ্যা নিজের সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। কিন্তু এর অর্থ কী, তা স্পষ্ট নয়। এই পোস্টের পরেই অমিতাভের দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। কেন পহেলগাঁও নিয়ে বিগ-বি কিছু বললেন না, সেই প্রশ্ন তুলেছেন তাঁর অনুসরণকারীরা।

একজন অমিতাভের এই পোস্টে খোঁচা দিয়ে লিখেছেন, “এর অর্থ কী? কোন প্রসঙ্গেই বা এই মন্তব্য করেছেন?” আর একজন লিখেছেন, “এমন ঘটনার পরেও আপনি নীরব? আপনার নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে।” এক জন কড়া ভাষায় লিখেছেন, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে এমন একাধিক মন্তব্য শুনেও চুপ থেকেছেন অভিনেতা।

পহেলগাঁও-এর ঘটনায় বলিউড থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, অক্ষয় কুমার, জাভেদ আখতার, আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, কঙ্গনা রনৌত, জাহ্নবী কপূর, রশ্মিকা মন্দানা।

Advertisement
আরও পড়ুন