Neel Trina

বিচ্ছেদের গুঞ্জন কাটিয়ে বহু দিন পর একসঙ্গে নীল-তৃণা! জানান দিলেন, ‘বসন্ত এসে গেছে’

নীল ভট্টাচার্য এবং তৃণার সাহার সম্পর্কটা নাকি আগের মতো নেই। অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন এমনটা। দোলের আগে আবারও একসঙ্গে ধরা দিলেন তাঁরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ০৯:১৪
Neel Bhattacharya and Trina Saha came together.

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ‘রঙিন’ নীল, তৃণা। —ফাইল চিত্র।

রঙের উৎসবেই কি এক হলেন তাঁরা? কয়েক মাস আগে তাঁদের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছিল নানা রকম গুঞ্জন। তাঁদের বহু বছরের সম্পর্কে নাকি চি়ড় ধরেছে। টলিপাড়ার চর্চিত জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। অনেক দিন তাঁদের একসঙ্গে দেখেননি দর্শক।

৪ ফেব্রুয়ারি ছিল নীল এবং তৃণার দ্বিতীয় বিবাহবার্ষিকী। এই দিনটাও কিন্তু তাঁরা আলাদাই কাটিয়েছিলেন। নায়ক ছিলেন ব্যস্ত। বন্ধুদের সঙ্গে দুবাই ঘুরতে গিয়েছিলেন। আর অন্য দিকে তৃণা ব্যস্ত ছিলেন তাঁর নতুন সিরিয়ালের শুটিং নিয়ে। তাঁদের এই আলাদা বিবাহবার্ষিকী কাটানো, দর্শকের মনে জন্ম দেয় হাজারো প্রশ্নের।

Advertisement

যদিও এই প্রসঙ্গে তেমন ভাবে কখনও তাঁরা মুখ খোলেননি। উল্টে তৃণা জানিয়েছিলেন, সব ঠিক আছে। অবশেষে বহু দিন পর প্রকাশ্যে এলেন তাঁরা। চারিদিকে আলোর রোশনাই। ফুল দিয়ে সাজানো। নীলের পরনে শেরওয়ানি। আর অন্য দিকে তৃণা পরেছেন নীল লেহেঙ্গা। একসঙ্গে হিন্দি গানের তালে নাচছেন তাঁরা। বহু দিন পরে আবার তাঁদের রিল। দেখে খুশি তাঁদের অনুরাগীরা।

নীল-তৃণার বন্ধুর বিয়ে। সেই উপলক্ষেই সবাই একসঙ্গে ধরা দিলেন তাঁরা। আর নীল-তৃণাকে পুরনো ছন্দে দেখে, এক জন লিখেছেন, “উফ কত দিন পর নীল-তৃণার রিল দেখছি। তৃনীলের রিলসের জন্য সব সময় অপেক্ষা করে থাকি। ভীষণ মিষ্টি লাগছে দু’জনকে।” কারও আবার অনুরোধ, “তোমাদের দু’জনের একসঙ্গে সিরিয়াল কবে দেখতে পাব?”

বিচ্ছেদ প্রসঙ্গে আগে আনন্দবাজার অনলাইনকে তৃণা বলেছিলেন, “লোকে যা বলছে বলুক। একটু রহস্য থাকা ভাল।”

Advertisement
আরও পড়ুন