Esha Deol

অমিশার হাত থেকে কাজ ছিনিয়ে নিয়েছিলেন! তারকা-সন্তান হিসেবে পাল্টা কী বললেন এষা?

অভিনেত্রী অমিশা পটেল এক সময়ে দাবি করেছিলেন, তারকা-সন্তানদের জন্য নাকি তাঁর হাত থেকে কাজ চলে গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:২১
Ameesha Patel once claied that Esha Deol snatched her work

অমিশা পটেল ও এষা দেওল। ছবি-সংগৃহীত।

বলিউডে স্বজনপোষণ নিয়ে অনেকেই সরব হয়েছেন। তারকা-সন্তানদের বার বার এই বিতর্কের মুখে পড়তে হয়েছে। তবে এই পরিবারবাদ বা স্বজনপোষণ আজকের সমস্যা নয়। অভিনেত্রী অমিশা পটেল এক সময়ে দাবি করেছিলেন, তারকা-সন্তানদের জন্য নাকি তাঁর হাত থেকে কাজ চলে গিয়েছিল।

Advertisement

অমিশা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তাঁর সমসাময়িক অভিনেত্রী এষা দেওল ও করিনা কপূরের জন্য হাতছাড়া হয়েছিল তাঁর কাজ। এষা ও করিনা নাকি তাঁর কাজ ছিনিয়ে নিয়েছিলেন বলেও দাবি করেন অমিশা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা এই দাবি অস্বীকার করেন।

এষা সেই সাক্ষাৎকারে বলেন, ‘‘অমিশা এমন বলেছিল? আমার ভাবনাচিন্তা আসলে অন্য রকম। আমাদের হাতে যা কাজ ছিল, সেগুলি নিয়েই আমরা সকলে ব্যস্ত ছিলাম। সেই সময়ে আমার অমিশা-করিনাদের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব ছিল। আমরা কেউ কারও থেকে কোনও কাজ ছিনিয়ে নিইনি।’’

প্রত্যেকে নিজের মতো কাজ করতে পেরে খুশি ছিলেন বলেও জানান এষা। অভিনেত্রীর কথায়, ‘‘সবাই তখন ব্যস্ত। যে যার নিজের কাজ নিয়ে খুশি ছিল। আমাদের মেয়েদের মধ্যে খুব ভাল বন্ধুত্ব ছিল। এমনকি পুরুষদের সঙ্গেও ভাল বন্ধুত্ব ছিল। খুব ভাল সময় কাটছিল। আমাদের সকলের হাতেই তখন অনেক কাজ ছিল। কেউই কাজ ছাড়া বসে ছিল না।’’

২০২৩-এর এক সাক্ষাৎকারে অমিশা বলেছিলেন, সমসাময়িক অভিনেত্রীরা তাঁর সাফল্য মেনে নিতে পারতেন না। তিনি বলেছিলেন, ‘‘আমি যখন অভিনয় শুরু করি, সেই সময়ে কয়েক জন তারকা সন্তানও এই জগতে আসেন। করিনা কপূর, অভিষেক বচ্চন, হৃতিক রোশন, তুষার কপূর, এষা দেওল, ফরদিন খান, এঁরাও অভিনয় করেছিলেন তখন।’’

অমিশা আরও বলেন, ‘‘আমিই একমাত্র বহিরাগত ছিলাম এঁদের মধ্যে। কিন্তু, আমায় অনেকে দক্ষিণ মুম্বইয়ের নাকউঁচু মেয়ে বলে ভাবত। কারণ, বহিরাগত হয়েও আমি খুব শিক্ষিত ছিলাম। আমি ছবির সেটে পরনিন্দা করতাম না। আমি বই পড়তাম। তাই আমায় সবাই অহঙ্কারী ভাবত।’’

২০২৩-এ অমিশার ‘গদর ২’ বক্স অফিসে সফল হয়। সানি দেওলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। অন্য দিকে, এষার প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এক দুয়া’ মুক্তি পাবে আগামীতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement