Ajoy Devgn-Kajol

২৫ বছর পার দাম্পত্য জীবনের, এত দিনে অজয় জানালেন কাজলকে বিয়ে করার কারণ

দুই ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার অজয়-কাজলের। কিন্তু অভিনেত্রীর কোন গুণের কারণে তাঁকে বিয়ে করেন বলিউডের ‘সিঙ্ঘম’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৩:২৭
(বাঁ দিকে) অজয় দেবগন (ডান দিকে) কাজল।

(বাঁ দিকে) অজয় দেবগন (ডান দিকে) কাজল। ছবি: সংগৃহীত।

তিন দশকের ঝলমলে কেরিয়ারে একের পর এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবন নিয়েও কোথাও কোনও আলোচনার অবকাশ নেই অজয় দেবগন ও কাজলের। বলিউডে সম্পর্ক এবং বিয়ে নিয়ে হাজারো জল্পনার ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই তেমন। অজয়কে বিয়ে করে ঘরকন্না করবেন বলে কেরিয়ারের মধ্যগগনে থেকেও সব ছেড়ে দেন তনুজা-কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তাঁরা। দুই ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার তাঁদের। কাজল বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই সে ভাবে কথা বলেননি। তবে এক সাক্ষাৎকারে অজয় জানালেন কাজলকে বিয়ে করার নেপথ্যের কারণ।

Advertisement

১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসাবে কাজল তখন সাফল্যের মধ্যগগনে। সেই সময় আচমকাই অজয়কে বিয়ে করেন তিনি। যদিও অজয়কে বিয়ে করবেন শুনে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। অবশ্য শেষে পরিবারের উপস্থিতিতেই ঘরোয়া ভাবে বিয়ে সারেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন