কুকুরদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরার। ছবি: সংগৃহীত।
বরাবরই তিনি স্পষ্টবাদী। অন্যায় দেখলে ফুঁসে ওঠেন নির্দ্বিধায়। এ বার পুণের এক বিশ্ববিদ্যালয়ে কুকুরদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে সরব স্বরা ভাস্কর। মঙ্গলবারের ঘটনা। এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে কুকুরদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। এমনকি কুকুরদের খাওয়ানোর জন্য এক সহ-অধ্যাপককেও নাকি হেনস্থা করা হয়েছে।
এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্বরা। অভিযুক্ত বিশ্ববিদ্যালয় নাকি জৈন মতাদর্শে বিশ্বাসী। তাই একহাত নিয়ে অভিনেত্রী লিখেছেন, “জৈন মতাদর্শে বিশ্বাসী এক বিশ্ববিদ্যালয় হয়েও দারুণ দৃষ্টান্ত তৈরি করছে।” যদিও কুকুরদের উপর অত্যাচারের বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, ক্যাম্পাসে থাকা কুকুরদের উপর নাকি দিনের পর দিন অত্যাচার করা হয়। বেধড়ক মারধর করা হয় অবলাদের। এমনকি মারধর করে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। কুকুরদের খাওয়াতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে সেই সহ-অধ্যাপককেও। এ সব দেখেই চুপ থাকেননি স্বরা। বরাবরের মতোই ক্ষোভপ্রকাশ করেছেন কড়া ভাষায়।
এর আগেও একাধিক বার এমন চাঁচাছোলা মন্তব্য করায় সমস্যায় পড়তে হয়েছে স্বরাকে। ইতিমধ্যেই বলিউডে তিনি পেয়েছেন ‘বিতর্কিত অভিনেত্রী’র তকমা। হাতে নেই কোনও ছবির কাজ। সেই নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, “বিতর্কিত অভিনেত্রীর তকমা দেওয়া হয়েছে আমাকে। পরিচালক, প্রযোজকেরা আমার ব্যাপারে ভুল কথা বলছেন। ওদের কথায়, আমার নাকি একটা ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছে।” এই বিষয়ে নাকি বেশ ভেঙে পড়েছিলেন স্বরা। তাঁর কথায়, “খুব আঘাত পেয়েছি, কারণ অভিনয়টাই করতে চাইতাম। সেটাই করতে পারছি না। কিন্তু আমি নিপীড়িতদের মতো আচরণ করতে চাই না। এই পথ আমি নিজেই বেছে নিয়েছি। নিজের মতামত স্পষ্ট রাখব এটা আমি নিজেই ঠিক করেছিলাম। নীরব থাকতেই পারতাম। নিজের মতপ্রকাশ না করলে আমারই দমবন্ধ লাগত।”