সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন রূপসা। ছবি: সংগৃহীত।
নতুন বছরের প্রথম দিনেই পুত্রের মুখ প্রকাশ্যে আনলেন রূপসা চট্টোপাধ্যায়। গত ২৬ জানুয়ারি অভিনেত্রীর কোলে এসেছে নতুন সদস্য। তার পর থেকে জীবনের নতুন অধ্যায়ের নানা খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন রূপসা। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, খুদেকে দেখতে তাঁর মতোই হয়েছে। তবে স্বভাবে সে নাকি বেশ রাশভারী। অনেকটা তার বাবার মতো। সেই গাম্ভীর্যের সঙ্গে মিলিয়ে পুত্রের নাম রাখা হয় অগ্নিদেব।
সাদার উপর সুতোর কাজ করা ধুতি-পাঞ্জাবি পরেছিল ছোট্ট অগ্নিদেব। মাথার চুল স্পাইক করা। এই বেশেই পুত্রকে প্রকাশ্যে আনলেন রূপসা। মা হিসেবে এই প্রথম নববর্ষ পালন করলেন অভিনেত্রী। তাই এ বার নিজের পোশাক কেনাকাটার থেকেও বেশি ব্যস্ত ছিলেন খুদের পোশাক নিয়ে। বাড়িতে কোনও অতিথি এলেই অগ্নিদেবের জন্য পোশাক নিয়ে এসেছেন। আনন্দবাজার ডট কমকে রূপসা বলেছেন, “যেখানে যত আত্মীয়-বন্ধু রয়েছেন, সকলেই প্রায় ওর জন্য জামা নিয়ে এসেছেন। নববর্ষে যা জামা হয়েছে ওর, আমার তা পুজোতেও হয় না। আমার বাবা ওকে তিনটে জামা দিয়েছে। সায়নদীপের বাবাও ওকে দুটো জামা কিনে দিয়েছেন। আমার এক বান্ধবী ওর জন্য দুটো জামা কিনে এনেছে। আট-দশটা জামা নববর্ষেই হয়েছে। নববর্ষ না কি দুর্গাপুজো, আমরা বুঝে উঠতে পারছি না।”
ছোট্ট অগ্নিদেব।
সন্তানের নামকরণ পর্ব নিয়েও কথা বলেছিলেন রূপসা। অভিনেত্রী জানিয়েছিলেন, অগ্নি নামটি তাঁর পছন্দের। পুরো শব্দ, অর্থাৎ ‘অগ্নিদেব’ নামটি পছন্দ করেছেন সায়নদীপ। তবে এই নামের নেপথ্যে অন্য একটি কারণও রয়েছে। রূপসার কথায়, “অগ্নিদেব খুবই গম্ভীর ও রাশভারী। দেখলে বোঝা যায় এখন থেকেই সে ব্যক্তিত্বশালী। তাই ওর সঙ্গে এই নামটাই মানানসই। যদিও আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ‘অগ্নিদেব’ নামটা। আসলে ওকে দেখতে হয়েছে আমার মতো। কিন্তু ওর স্বভাব, আচার-আচরণ সায়নদীপের মতোই।”