anushka sharma

Actress: এই অভিনেত্রীর সন্তানকে নিয়ে চর্চা চারদিকে, চিনতে পারছেন ডান দিকের খুদে তারকাকে?

ছবির ডানদিকের খুদে এখন জনপ্রিয় অভিনেত্রী। আর বাঁ দিকে তাঁর দাদা কর্ণেশ। সেই অভিনেত্রী এখন মা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২৩:৫৫
চিনতে পারছেন ডান দিকের নায়িকাকে?

চিনতে পারছেন ডান দিকের নায়িকাকে?

ছবির ডানদিকের খুদে এখন জনপ্রিয় অভিনেত্রী। আর বাঁ দিকে তাঁর দাদা কর্ণেশ। সেই অভিনেত্রী এখন মা। যার সন্তানকে নিয়ে তোলপাড় চারদিকে। কারণ ৭ মাস হয়ে গেল সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এখনও তাঁর মুখ দেখতে পাননি অনুরাগীরা। সন্তানকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বেরোলেই ভিড় জমে যায় পাপারাৎজিদের। সন্তানের এক ঝলক পাওয়ার জন্য মরিয়া নেটাগরিকরা।
সেই তারকা একাধারে অভিনেত্রী এবং প্রযোজক। দাদা কর্ণেশের সঙ্গে ‘ক্লিন স্লেট ফিল্মস’ প্রযোজনা সংস্থা চালান তিনি।

সম্প্রতি দাদার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানিয়ে আরও একটি ছোটবেলার ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘অটুট বন্ধন’।

Advertisement

তিনি ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলীর স্ত্রী। হ্যাঁ তিনি অনুষ্কা শর্মা। যাঁর কন্যাসন্তান ভামিকাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন মুম্বইয়ের পাপারাৎজিরা। কিন্তু বিরাট বা অনুষ্কা, কেউই তাঁদের উদ্দেশ্যকে সফল হতে দিচ্ছেন না জানুয়ারি মাস থেকে।

Advertisement
আরও পড়ুন