Karishma In Kolkata

করিশ্মার ‘দিল’ কলকাতার জন্য ‘পাগল’! শহরে পা রেখেই ঘোষণা কপূর খানদানের বড় মেয়ের

কলকাতায় ‘লোলো’। সবুজ পোশাকে মুড়ে উপস্থিত এক আলোচনাচক্রে। কী বললেন শহরবাসীকে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:৪৩
কলকাতায় করিশ্মা কপূর।

কলকাতায় করিশ্মা কপূর। নিজস্ব চিত্র।

করিশ্মা কপূর কি কলকাতার প্রেমে পড়েছেন? শহর তাঁকে ডাক পাঠালেই তিনি সেই ডাকে সাড়া দেন। ছুটে চলে আসেন বাঙালি শিল্প-সংস্কৃতির কেন্দ্রে। নিজেকে সেঁকে নেন হৃদয়ের উষ্ণতায়। সোমবারেও আরও এক দিন তিনি শহরে। খবর, মহিলাদের ডাকা এক আলোচনাসভায় যোগ দিতেই শহরে তিনি।

Advertisement

যে কোনও উজ্জ্বল রং করিশ্মাকে মানায় ভাল। তাঁর দুধসাদা গায়ের রং এ দিন ঠিকরে পড়েছে পান্না-সবুজ পা ছোঁয়া জ্যাকেটে। সঙ্গে একই রঙের ডিজ়াইনার ট্রাউজার, প্রিন্টেড শার্ট। পনিটেলে লম্বা চুল আটকে তিনি উপস্থিত অনুষ্ঠানে। হালকা রূপটানে এখনও তিনি অনন্যা। এখানেও অনুরাগীরা তাঁর পিছু ছাড়েননি।

‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ শীর্ষক আলোচনাসভায় নিজের জীবনের নানা গুরুত্বপূর্ণ কথা, অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। জানান, তাঁর ঠাকুরদা রাজ কপূর, প্রপিতামহ পৃথ্বীরাজ কপূর একটা সময় কলকাতায় থাকতেন। এখান থেকেই তাঁরা মুম্বই শহরে ভাগ্যপরীক্ষা করাতে গিয়েছিলেন। ফলে, তাঁকেও কলকাতা টানে। সুযোগ পেলেই তাই এ শহরে আসেন। এ দিন তাঁকে ‘লে গয়ি লে গয়ি’ গানের তালে পা মেলাতে দেখা যায়।

Advertisement
আরও পড়ুন