swastika dutta

‘বদলে যাচ্ছে রাধিকা’, জানালেন স্বস্তিকা, পরিণত হচ্ছে কর্ণের স্ত্রী?

শনিবার আউটডোর শ্যুটিংয়ে গিয়েছে টিম ‘কী করে বলব তোমায়’। গোড়ালিতে হেয়ারলাইন ক্র্যাক নিয়েই গিয়েছেন স্বস্তিকাও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ২১:৪৫
স্বস্তিকা দত্ত।

স্বস্তিকা দত্ত।

‘আর ৫ মিনিট ঘুমোতে দাও...!’ আবদার স্বস্তিকা দত্ত ওরফে ‘রাধিকা সেন’-এর। বাড়তি ঘুমনোর পরেও তিনি যখন উঠছেন তখনও তাঁকে জড়িয়ে সকালের আলসেমি! টেবিলে কফির কাপ। পাশে আধখোলা ডায়েরি, পেন। আয়েস করে কফির কাপে চুমুক দিতে দিতে দূরের পাহাড়ের সারিতে চোখ তাঁর। ইনস্টাগ্রামের চেক ইন বলছে, পাহাড়ে গিয়েছেন অভিনেত্রী। এক ডাকে উঠতেও পারছেন না!

শনিবার আউটডোর শ্যুটিংয়ে গিয়েছে টিম ‘কী করে বলব তোমায়’। গোড়ালিতে হেয়ারলাইন ক্র্যাক নিয়েই গিয়েছেন স্বস্তিকাও। ভোর ৪টেয় শ্যুটিং শুরু। এ দিকে হালকা ঠাণ্ডার আরামে চোখের পাতা ঘুমে ভারী। ফলে বাচ্চাদের মতো বায়না, ‘আর পাঁচ মিনিট প্লিজ?’

এই পোস্টের পরেই অভিনেত্রী পোস্ট করেছেন ছোট্ট ভিডিয়ো। তার ক্যাপশন কৌতূহল বাড়িয়ে দিয়েছে সবার। লিখেছেন, ‘কিছুটা শব্দে কিছুটা অপেক্ষায়....। # থাকছি নতুন ভাবে কী করে বলব তোমায়-তে।’ রাধিকা বদলে যাচ্ছে? কালিম্পঙে শ্যুটের ফাঁকেই আনন্দবাজার ডিজিটালকে জানালেন স্বস্তিকা, ‘‘নতুন শেড আসছে আমার চরিত্রে।’’ কী রকম? দাবি, আরও পরিণত হচ্ছে রাধিকা সেন। কর্ণ সেনের স্ত্রী। কথায়, কাজে, বুদ্ধিতে সেই পরিণত বয়সের ছাপ পড়তে চলেছে খুব তাড়াতাড়ি। অনুরাগীরা স্বস্তিকার এই পোস্ট দেখতে দেখতে ফিরে গিয়েছেন অতীতে। এই পাহাড়ের কোলেই কর্ণ-রাধিকার প্রথম দেখা! কেউ কেউ জানতে চেয়েছেন, ‘সেই পুরনো ব্যাগটা.....? মনে পড়াচ্ছে সেই অফিসের দৃশ্যগুলো। ধারাবাহিকের সবচেয়ে সেরা অংশ।’

রাধিকা পরিণত হচ্ছে। কর্ণও একই ভাবে পরিণত হবে? ফাঁস করেননি অভিনেত্রী। বদলে জানিয়েছেন, নতুন একটি চরিত্র আসছে আগামী পর্বের হাত ধরে।

এ দিকে স্বস্তিকার অনুপস্থিতিতে মনখারাপ ‘বিশেষ বন্ধু’ শোভন গঙ্গোপাধ্যায়ের। শনিবারেই ইনস্টাগ্রামে স্বস্তিকার সঙ্গে তাঁর ছবি শেয়ার করেছেন শিল্পী। ক্যাপশনে শুভকামনা, ‘তুমি যেখানেই যাও, স্বর্গ থেকে আসা পরীর দল ঘিরে থাকুক তোমায়। ওরা যেন তোমায় নিরাপদে ফিরিয়ে দিয়ে যায় বাড়িতে।’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement