Sunny Deol missing

নিখোঁজ সানি দেওল, পোস্টার জায়গায় জায়গায়, খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার!

‘গদর ২’ বক্স অফিসে সফল। একের পর এক ছবির প্রস্তাবও পাচ্ছেন, তার মাঝেই নাকি নিখোঁজ হয়ে গেলেন নায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৫
Actor Sunny Deol\\\\\\\'s Missing Posters appear in Pathankot

সানি দেওলের সন্ধানে পোস্টার। ছবি: সংগৃহীত।

বছরটা ভালই কাটছিল সানি দেওলের। তাঁর সাম্প্রতিক ছবি ‘গদর ২’ বক্স অফিসে সফল। ৫০০ কোটির ব্যবসা করেছে তাঁর ছবি। সানির এই ছবির সাফল্যেই, যেন তাঁর অভিনয় জীবনের পুনর্জন্ম হয়েছে। এর মাঝেই হঠাৎ নিখোঁজ অভিনেতা। জায়গায় জায়গায় পোস্টার পড়ল সানির নামে। খুঁজে দিতে পারলে রয়েছে পুরস্কার। মিলবে নগদ ৫০ হাজার।

Advertisement

সানি দেওল অভিনেতা হওয়ার পাশপাশি পঞ্জাবের গুরদাসপুরের সাংসদ। গত চার বছর ধরে এই দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান সানি। কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন। তার পর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখাই মেলেনি তাঁর। ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। তাঁরা সানির ছবি দিয়ে একটি পোস্টার দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। যেখানে লেখা, ‘‘নিখোঁজ হয়ে গিয়েছেন, খুঁজে দিন। বিজেপি সাংসদ হারিয়ে গিয়েছেন, খুঁজে দিতে পারলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার।’’

স্থানীয়দের মতে, জেতার পর থেকে এক বারও নাকি দেখা যায়নি সাংসদকে। স্থানীয় অভাব-অভিযোগও তাঁর অজানা। অন্য দিকে, ‘গদর ২’ হিট হওয়ার পরই সানি জানান রাজনীতিতে থেকে অবসর নিতে চান তিনি। অভিনয়ই তাঁর জগৎ, রাজনীতি নয়।

Advertisement
আরও পড়ুন