Sayed Arefin

Sayed Arefin : ধারাবাহিকের পরে এ বার নতুন ইনিংস শুরু ‘খেলাঘর’-এর শান্টুর, কী করছেন তিনি?

‘শান্টু’ নামেই এখন তাঁকে চেনে টলিপাড়া। ধারাবাহিকে নায়ক হওয়ার পরে এ বার পরিচালনায় আসছেন সৈয়দ আরেফিন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ২০:২২
এ বার অভিনেতা থেকে পরিচালকের ভূমিকায় সৈয়দ আরেফিন।

এ বার অভিনেতা থেকে পরিচালকের ভূমিকায় সৈয়দ আরেফিন।

জনপ্রিয় ধারাবাহিকের মুখ। ‘ইরাবতীর চুপকথা’য় মনামী ঘোষের বিপরীতে দর্শকের নজর কেড়েছিলেন অনেকটাই৷ ‘খেলাঘর’ ধারাবাহিকের দৌলতে ঘরে ঘরে ‘শান্টু’ হয়ে ওঠা সেই সৈয়দ আরেফিন এ বার পরিচালকের ভূমিকায়। সৌজন্যে নতুন গানের অ্যালবাম।

সৈয়দের পরিচালনায় সদ্য মুক্তি পেয়েছে গানের অ্যালবাম ‘তোমায় ছুঁতে চাই’। ভিডিয়োয় তাঁরই সঙ্গে প্রেমে মজেছেন নায়িকা স্বীকৃতি মজুমদার। এই মুহূর্তে ছোট পর্দায় দারুণ হিট সৈয়দ-স্বীকৃতির জুটি। ‘খেলাঘর’ ধারাবাহিকেই প্রথম তাঁদের দেখেন দর্শক। তাঁরাই এ বার ধরা দিলেন অন্য স্বাদে।

Advertisement

অভিনেতা থেকে পরিচালক হয়ে কেমন লাগছে? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে সৈয়দ বলেন, ‘‘এত কাল অভিনেতা হিসেবে সেটে যেতাম। এ বার পরিচালক হয়ে যাচ্ছি৷ একেবারে নতুন অভিজ্ঞতা। ২দিনের শ্যুটিং ছিল। স্বীকৃতির সঙ্গে আমার খুব ভাল বন্ধুত্ব। কোনও রকম বাহানা নেই ওর। আমার টিমও খুব ভাল। তাই কাজটাও সুন্দর ভাবে হয়েছে।’’

টলিপাড়ার খবর, পরবর্তী কালে সৈয়দ ও স্বীকৃতির একসঙ্গে প্রযোজনা সংস্থা খোলারও ভাবনা রয়েছে। আপাতত নতুন কাজে মজে নায়ক-নায়িকা দুজনেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন