Jeet

জিতের পরে তাঁর বাবা এবং মা আক্রান্ত হলেন করোনায়

গত মার্চ মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকাও নিয়েছিলেন জিৎ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২১ ২০:৪৮
জিৎ

জিৎ

সুপারস্টার জিতের বাবা এবং মা এ বারে করোনার কবলে। সোমবার নিজের টুইটার প্রোফাইলে সে খবর দিলেন খোদ অভিনেতা। তবে স্বস্তি, জিতের সাম্প্রতিকতম কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

২০ এপ্রিল কোভিড আক্রান্ত হওয়ার পরে নেটমাধ্যমে সে তথ্য দিয়েছিলেন জিৎ। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করার অনুরোধ জানিয়েছিলেন। তা সত্ত্বেও করোনার ছায়া তাঁর পরিবারে।

Advertisement

সোমবার দুপুরে নেটমাধ্যমে লিখেছেন, ‘ভাল খবর, আমার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। কিন্তু তার সঙ্গেই একটি খারাপ খবর রয়েছে। আমার বাবা ও মা, দু’জনেই কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের জন্য প্রার্থনা করবেন’। একইসঙ্গে তাঁর অনুরাগীদের সুস্থ এবং সতর্ক থাকার পরামর্শ দিলেন জিৎ।

গত মার্চ মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকাও নিয়েছিলেন জিৎ। টিকা নেওয়ার পরে সে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

Advertisement
আরও পড়ুন