Ishaa saha

জুটিতে ফিরছেন ইন্দ্রনীল-ইশা, শুটিং-এর ফাঁকেই চলবে প্রেম? প্রশ্ন শুনে কী বললেন নায়িকা?

ইশার কথায়, “আনন্দবাজার ডট কমের মারফত সকলকে বলছি, সেটে কেন, সেটের বাইরেও আমরা একান্ত সময় কাটাব না।”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২০:৪২
আবার জুটিতে ইশা সাহা-ইন্দ্রনীল সেনগুপ্ত।

আবার জুটিতে ইশা সাহা-ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবি: ফেসবুক।

দোলের দিন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। ছবিতে দীর্ঘ দিন পরে জুটিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত-ইশা সাহা। প্রসঙ্গত, ‘তরুলতার ভূত’ ছবিতে প্রথম তাঁরা জুটি বেঁধেছিলেন। প্রথম ছবি থেকেই তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন। সেই সময় শোনা গিয়েছিল, সেটের মধ্যেই নাকি নায়িকার জন্মদিন পালন করেছিলেন ইন্দ্রনীল। তার কিছু দিনের মধ্যেই বরখা বিস্তের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন অভিনেতা। ফলে, চর্চা আরও জোরালো হয়।

Advertisement

যদিও সে সময় একাধিক বার এ রটনাকে ভুয়ো বলে দাবি করেছিলেন ইন্দ্রনীল এবং ইশা। এর পর থেকে আর তাঁদের পর্দা ভাগ করতে দেখা যায়নি। কিন্তু তাঁদের নিয়ে চর্চা থামেনি। সৃজিত তাঁদের ফেরাচ্ছেন, পর্দায়। চর্চা কি নতুন করে জন্ম নেবে? প্রযোজক রানা সরকার তাঁর আগামী ছবির আনুষ্ঠানিক ঘোষণার পর ইশার কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। নায়িকার টানটান জবাব, “গুঞ্জন বাড়বে না কমবে— বিষয়টি নিয়ে আর মাথা ঘামাই না। কারণ, আমি কিছু করলেও লোকে বলবে, না করলেও।”

কিন্তু নায়ক যদি পর্দায় প্রথম জুটি বেঁধেই কেক কেটে নায়িকার জন্মদিন পালন করেন কিংবা শুটিংয়ের ফাঁকে একান্তে সময় কাটান-- তা হলে তো নিন্দকেরা বলবেনই! এ কথা জানাতেই ঝটিতি জবাব এসেছে, “এটাও খুবই বাজে রটনা। ইন্দ্রনীলদা কেক আনেননি। শুটিংয়ের সময় কারও জন্মদিন এলে ইউনিট থেকে কেক আনানো হয়। সকলে মিলে উদ্‌যাপনে যোগ দেন।” তাঁর দ্বিতীয় যুক্তি, ‘তরুলতার ভূত’-এর আগে তিনি অভিনেতাকে চিনতেনও না। ফলে, আলাদা করে সময় কাটানোর প্রশ্নই নেই।

ইন্দ্রনীল এবং ইশা আর অচেনা নন। এ বার তাঁরা দ্বিতীয় ছবিতে কাজ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁদের। এ বার কি অবসরে এক সঙ্গে আড্ডা দেবেন?

প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নায়িকা। বলেছেন, “মানুষ আমাদের শুটিং দেখতে পান না। ফলে বুঝতেও পারেন না, আমরা কতটা পরিশ্রম করি। একটা চরিত্র ফোটানো কতটা চাপের। ভাবেন, আমরা বোধহয় হইহই করে দিন কাটাই। নায়কদের সঙ্গে প্রেম করি। একান্তে সময় কাটাই। দিনের শেষে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরি। বিশ্বাস করুন, সেটে আমাদের দম ফেলার সময় থাকে না। একান্তে সময় কাটানো অনেক দূরের কথা।”

খানিক থেমে তিনি আরও বলেছেন, “আনন্দবাজার ডট কম মারফত সকলকে বলছি, সেটে কেন, সেটের বাইরেও আমরা একান্তে সময় কাটাব না।”

Advertisement
আরও পড়ুন