নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজো উপহার ‘রক্তবীজ ২’। ছবি: সংগৃহীত।
এ বারের পুজোয় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপহার ‘রক্তবীজ ২’। সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেয়েছে ছবির প্রথম মোশন পোস্টার। গত বছর উইন্ডোজ় প্রযোজনা সংস্থার প্রথম পুজোর ছবি ‘রক্তবীজ’ মুক্তি পেয়েছিল। ছবিটি নন্দিতা-শিবপ্রসাদের প্রথম থ্রিলার ছবিও। সব মিলিয়ে তাই ছবি ঘিরে বাড়তি কৌতূহল ছিল দর্শক-সমালোচকদের মনে। ছবি হিট করতেই সিক্যুয়েলের আবদার জানান অনুরাগীরা। সেই সময় আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছিল, আগামী পুজোয় ‘রক্তবীজ ২’ আসার সম্ভাবনা রয়েছে। ২৬ জানুয়ারি তাতেই সিলমোহর দিলেন প্রযোজক-পরিচালক-অভিনেতা।
আগের ছবির শেষ দৃশ্যে অঙ্কুশ হাজরাকে দেখা গিয়েছিল। তিনিই কি ‘রক্তবীজ ২’-এর প্রধান খলনায়ক? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল শিবপ্রসাদের কাছে।
তাঁর কথায়, “আরও বড় ক্যানভাসে তৈরি হতে চলেছে ছবিটি। চিত্রনাট্য ঘষামাজা চলছে। ফলে, এখনও কোন চরিত্রে কে থাকবেন ঠিক করা হয়নি।” একই ভাবে পরিচালক ভাঙতে চাইলেন না, ছবির গানের দায়িত্ব কাকে দেবেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো কোনও বর্ষীয়ান তারকা অভিনেতাকে ফেরাবেন কি না, কিংবা কোথায়, কবে শুটিং শুরু হবে। ছবির মুখ্য আকর্ষণ আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী জুটি। তাঁরা থাকছেন? শিবপ্রসাদের এ ক্ষেত্রেও মুখে কুলুপ।
শুটিং প্রসঙ্গে তাঁর দাবি, ‘বহুরূপী’র শুটিং হয়েছিল ৮৪টি জায়গায়। ‘রক্তবীজ ২’-এর শুটিং আরও বেশি জায়গায় হবে এবং এই ছবিতে কোনও ভাবে শিবপ্রসাদ অভিনয় করবেন না। তিনি নন্দিতার সঙ্গে ক্যামেরার পিছনেই থাকবেন। উইন্ডোজ় প্রযোজনা সংস্থা এ বারের শীতে প্রথম ভৌতিক ছবি আনতে চলেছে, নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। মে-জুন মাসে তার শুটিং শুরু। তার আগে বা পরে সম্ভবত ‘রক্তবীজ ২’-এর শুটিং শুরু হবে। তবে পুজোর ছবির আনুষ্ঠানিক ঘোষণার পরেই টলিউডে চর্চা শুরু হয়েছে, তা হলে কি ছবি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেই সম্প্রতি রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবনে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-জ়িনিয়া সেন?