Ali Fazal-Sajid Khan

‘সাজিদকে অবিলম্বে খেলা থেকে বাদ দেওয়া হোক’, পরিচালকের বিরুদ্ধে মুখ খুললেন আলি

সাজিদ খান বিতর্কে সরগরম বলিউড। ‘বিগ বস’-এর বাড়ি থেকে কি বাদ দেওয়া হবে পরিচালককে? কী সিদ্ধান্ত নিতে চলেছেন সলমন?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ২০:২২
আলি শুধু একা নন ‘বিগ বস’-এর বাড়িতে সাজিদকে দেখে নিন্দা করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

আলি শুধু একা নন ‘বিগ বস’-এর বাড়িতে সাজিদকে দেখে নিন্দা করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। যৌন হেনস্থার অভিযোগ পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। পরিচালকের ‘বিগ বস’-এর বাড়িতে যাওয়ার পর থেকে বিতর্ক তুঙ্গে। সেই আগুনেই ঘি ঢাললেন অভিনেতা আলি ফজল।

আলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাজিদের একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যাচ্ছে সাজিদের ছবিতে আগুন ধরানো হচ্ছে। সেই ছবি ভাগ করে অভিনেতা লিখলেন, “অবিলম্বে বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হোক সাজিদকে।”

Advertisement
আলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাজিদের একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যাচ্ছে সাজিদের ছবিতে আগুন ধরানো হচ্ছে।

আলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাজিদের একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যাচ্ছে সাজিদের ছবিতে আগুন ধরানো হচ্ছে।

আলি শুধু একা নন ‘বিগ বস’-এর বাড়িতে সাজিদকে দেখে নিন্দা করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। যদিও এই বিতর্কে এখনও মুখ খোলেননি শোয়ের সঞ্চালক সলমন খান। তাই নিয়েও কম চর্চা হয়নি। তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সাজিদকে এই খেলা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান। পরের সপ্তাহেই জানা যাবে ফলাফল।

প্রসঙ্গত, এই সিদ্ধান্তের কথা জানার পরই নড়চড়ে বসেছেন পরিচালকের দিদি ফারহা খান। বিপদে ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন তিনি। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তিনি ভাইকে বাঁচাতে সলমনকে একপ্রসস্থ অনুরোধ করেছেন। এখন ‘বিগ বস’-এর ঘরে সাজিদের দৌড় কবে শেষ হয় সেটাই দেখার।

Advertisement
আরও পড়ুন