নতুন এক গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাঁকে আবীরকে। ফাইল চিত্র।
ব্যোমকেশের চরিত্রে আবীর চট্টোপাধ্যায়, কিংবা হাল আমলের শহুরে সোনাদা— সব ক’টি চরিত্রেই জনপ্রিয়তা পেয়েছেন। তবে এ বার নয়া এক গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাঁকে। রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে দেখা যাবে আবীরকে। চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়। ছবির পরিচালক দেবালয় ভট্টাচার্য। ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছে হইচই স্টুডিয়ো। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর সাফল্যের পর এ বার বড় পর্দায় নিজের গল্প বলবেন পরিচালক।
বাংলা সিনেমার পরিচালকদের কাছে গোয়েন্দা হিসাবে আবীর যে পছন্দের তালিকায় উপরের দিকে, তার প্রমাণ আগেও মিলেছে। তবে এ বার আর কোনও বাঙালির আবেগের গোয়েন্দা চরিত্র নয়। মুখে চুরুটের বদলে বন্দুক ও টর্চ হাতে দেখা যাবে আবীরকে, এমনটাই জল্পনা!
সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার ‘ফাটাফাটি’ ছবিটি। এ বার ফের গোয়েন্দা চরিত্রে প্রত্যাবর্তন অভিনেতার।