Tollywood

  Abhishek Chatterjee: ব্যক্তিগত সমবেদনাই কেউ জানাতে আসেননি, অর্থ সাহায্য নেব! বিস্মিত সংযুক্তা

এই প্রসঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রীর বক্তব্য, দুর্দিনে অভিষেক লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে সংসার চালিয়েছেন। কাউকে পাশে পাননি। কারও কাছে হাতও পাতেননি। সংযুক্তা নিজে প্রথম সারির মার্কিনি সংস্থায় কর্মরত। ফলে, তাঁরা আর্থিক ভাবে সুরক্ষিত, সচ্ছল। একই ভাবে কোনও ঋণ রেখে যাননি অভিষেক। যা তাঁর স্ত্রী এবং এক মাত্র মেয়ে ডলকে কোনও সমস্যায় ফেলতে পারত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ২২:৪১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সদ্যপ্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। শোক ভোলার আগেই টেলিপাড়ায় গুঞ্জন, আর্থিক বিপর্যয়ের মুখোমুখি তাঁর পরিবার। বিভিন্ন জনকে নাকি তাই নাকি সাহায্যের অনুরোধ জানিয়েছেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। বুধবার অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর পাল্টা ক্ষোভ, ‘‘অভিষেক কোনও দিন হাত পাতেনি! আজ হাত পাতব আমি?’’

জনে জনে জানানোর মতো অবস্থায় নেই সংযুক্তা। এখনও চট্টোপাধ্যায় পরিবার শোকস্তব্ধ। প্রদীপে তেল দিতে দিতে ফোন ধরেছেন তিনি। বাধ্য হয়েছেন স্পষ্ট ভাষায় বলতে- ‘‘কিছু জন গুজব ছড়াচ্ছেন, প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা নাকি এসে দেখা করছেন। কেউ ৫ লক্ষ, কেউ ১০ লক্ষ, কেউ ৫০ লক্ষ করে টাকাও দিয়েছেন। তাঁদের বলি, সদ্য চলে গিয়েছেন অভিষেক। এক্ষুণি এত মিথ্যে খবর ছড়াবেন না ওর নামে। কেউ আমার কাছে ব্যক্তিগত ভাবেও শোক জানাতে আসেননি। আর্থিক সাহায্য তো দূরের কথা।’’

Advertisement

হঠাৎ কেন এই ধরনের খবর ছড়াল? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। সংযুক্তার সাফ জবাব, ‘‘এটাও ঘটেছে রটনাকারীদের দৌলতে। তাঁরা বলেছেন, অভিষেকের নাকি বিস্তর দেনা। কোনও আর্থিক সঙ্গতি ছিল না। ফলে, আমাদের প্রায় দেউলিয়া করে গিয়েছে। তাই বকেয়া পাওনার পাশাপাশি আমি সবার কাছে আর্থিক সাহায্যও চাইছি।’’ এই প্রসঙ্গে প্রয়াত অভিনেতার স্ত্রীর বক্তব্য, দুর্দিনে অভিষেক লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে সংসার চালিয়েছেন। কাউকে পাশে পাননি। কারও কাছে হাতও পাতেননি। সংযুক্তা নিজে প্রথম সারির মার্কিনি সংস্থায় কর্মরত। ফলে, তাঁরা আর্থিক ভাবে সুরক্ষিত, সচ্ছল। একই ভাবে কোনও ঋণ রেখে যাননি অভিষেক। যা তাঁর স্ত্রী এবং এক মাত্র মেয়ে ডলকে কোনও সমস্যায় ফেলতে পারত।

Advertisement
আরও পড়ুন