উদ্যাপনে টিম ‘ফুলকি’। ছবি: সংগৃহীত।
প্রথম দিন, ভয়ে জড়োসড়ো। কথা বলবেন কী! ক্যামেরায় ‘লুক’ দেবেন কী ভাবে, তা বুঝতে বুঝতে দিন শেষ! তার উপর লম্বা লম্বা সংলাপ মুখস্থের চাপ। দিব্যাণি মণ্ডল তখন ‘সাত চড়ে রা কাড়েন না’! তিনি রাজেন্দ্রপ্রসাদ দাসের ‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন দিব্যাণি। কালীপুজোর আগের দিন ৫০০ পর্ব ছুঁয়ে ফেলল সেই ধারাবাহিক। উদ্যাপনের মঞ্চ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা— সকলের আগে তিনিই মুখ খুলছেন! এ দিন সে কথা স্বীকারও করে নিয়েছেন নায়িকা। জানিয়েছেন, ৫০০ পর্ব পৌঁছতে পৌঁছতে তাঁর ভয় উধাও! “মনে হচ্ছে, যেন বিয়েবাড়ি এসেছি,” দাবি তাঁর।
সকাল থেকেই ‘ফুলকি’র সমস্ত অভিনেতাদের মন যেন উড়ু উড়ু। তাঁদের জন্য মঞ্চ তৈরি হয়েছে। সেখানে তিন তাকের গোলাপি রঙের মস্ত কেক। তাতে গোলাপ ফুল আঁকা। কেক কেটে মিষ্টিমুখের পালা শেষ। ধারাবাহিকের নায়ক-নায়িকার কণ্ঠে খুশি উপচে পড়ছে যেন। জানালেন, প্রত্যেকের পরিশ্রমে ধারাবাহিকের ৫০০ পর্ব অতিক্রান্ত। দীপাবলির আগে তাঁদের কাছে এই উদ্যাপনের মূল্যই আলাদা। তার পরই দাবি, “মনে হচ্ছে, হাজার পর্বও হাসতে হাসতে ছুঁতে পারব আমরা। তবে লক্ষ্য দেড় হাজার পর্ব।”